হেয়ারফোর্ড টাইমস

দ্য হেয়ারফোর্ড টাইমস হ'ল ইংল্যান্ডের হেয়ারফোর্ডে প্রতি বৃহস্পতিবার প্রকাশিত একটি সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা। এর অফিস হোমার রোডে। সম্পাদক হলেন জন উইলসন। [২] সংবাদপত্রটি হেয়ারফোর্ডশায়ার কাউন্টির ঘটনার পাশাপাশি ওরচেস্টারশায়ার উপকণ্ঠের কিছু ঘটনা কভার করে।

হেয়ারফোর্ড টাইমস
ধরনসাপ্তাহিক পত্রিকা
ফরম্যাটট্যাবলয়েড
মালিকনিউজকোয়েস্ট মিডিয়া গ্রুপ
সম্পাদকজন উইলসন
প্রতিষ্ঠাকাল১৮৩২
সদর দপ্তরহিয়ারফোর্ড
ইংল্যান্ড, যুক্তরাজ্য
প্রচলন১৮,৪৬০ [১]
ওয়েবসাইটhttp://www.herefordtimes.com

চার্লস অ্যান্টনি [৩] দ্বারা পত্রিকাটি ব্রডশিট হিসাবে ১৮৩২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সম্প্রতি অবধি দুটি পৃথক সংস্করণ, উত্তর কাউন্টি সংস্করণ এবং সিটি ও দক্ষিণ সংস্করণে প্রকাশিত হয়েছিল।

সংবাদপত্রটির মালিকানা নিউজকোয়েস্ট মিডিয়া গ্রুপের।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Source: ABC, (March 2018)
  2. Hereford Times Contact Us Retrieved 3 June 2010
  3. Hereford Times (2003-09-23) "When the editor threw an angry reader downstairs" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, retrieved 2007-01-28

বহিঃসংযোগ সম্পাদনা