হেমিলিউকা নেভাডেনসিস

কীটপতঙ্গের প্রজাতি

হেমিলিউকা নেভাডেনসিস (নেভাদা বক মথ) স্যাটারনিডাই পরিবারের একটি প্রজাতি। ১৮৭২ সালে বিজ্ঞানী স্ট্রেচ এদের বর্ণনা দেন।

Nevada buck moth
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: আর্থ্রোপোডা (Arthropoda)
শ্রেণি: ইনসেক্টা (Insecta)
বর্গ: লেপিডোপ্টেরা (Lepidoptera)
পরিবার: স্যাটারনিডাই (Saturniidae)
গণ: Hemileuca
Stretch (1872)
প্রজাতি: H. nevadensis
দ্বিপদী নাম
Hemileuca nevadensis
Stretch (1872)

এই প্রজাতির মহিলাদের দেহ পুরুষের চেয়ে বড় হয়। প্রজাতির সদস্যরা পশ্চিম উপকূল থেকে পূর্ব পর্যন্ত উইসকনসিন এবং মিশিগান পর্যন্ত বিস্তৃত। নিউইয়র্কে এদের দেখা গিয়েছে, কিন্তু সংখ্যায় কম হবার জন্য স্থানীয় প্রজাতি হিসেবে তাদের নিশ্চিত করা হয়নি। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রাপ্তবয়স্ক মথ পোষক গাছের ডালের চারপাশে ডিম পাড়ে। শুঁয়োপোকাগুলি পুপেট করার জন্য প্রস্তুত হয়ে গেলে তারা তাদের আশ্রয়দাতা গাছের নিকটে আলগা কোকুন ঘোরায়।

তারা স্যালিক্সপপুলাস প্রভৃতি খাবার হিসেবে গ্রহণ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  • "Species Hemileuca nevadensis - Nevada Buck Moth"। Iowa State University Entomology। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১২ 
  • "Nevade Buckmoth"। Butterflies and Moths of North America। ২০০৮-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১২