হেনরি টাউব

আমেরিকান রসায়নবিদ

হেনরি টাউব (৩০ নভেম্বর ১৯১৫ – ১৬ নভেম্বর ২০০৫) একজন কানাডীয়-মার্কিন রসায়নবিদ। তিনি ১৯৮৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

হেনরি টাউব
জন্ম(১৯১৫-১১-৩০)৩০ নভেম্বর ১৯১৫
মৃত্যু১৬ নভেম্বর ২০০৫(2005-11-16) (বয়স ৮৯)
জাতীয়তাকানাডীয়
মাতৃশিক্ষায়তনUniversity of Saskatchewan,
ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণInner sphere electron transfer
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৮৩
Priestley Medal 1985
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহকর্নেল বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

টাউব লুথার কলেজ থেকে তার হাইস্কুল শিক্ষা সম্পন্ন করেন। গ্র্যাজুয়েট হয়ে তিনি সেখানেই ল্যাবরেটরীতে কাজ করতেন। তিনি ১৯৩৫ সালে বিএসসি এবং ১৯৩৭ সালে এমএসসি লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে ১৯৪০ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৪১ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কর্নেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে কাজ করেন। ১৯৪৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং পূর্ণ অধ্যাপক পদে কাজ করেন। ১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত তিনি রসায়ন বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে যোগ দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৮৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হন। এখানে তিনি ১৯৭২ থেকে ১৯৭৪ এবং ১৯৭৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।[]

সম্মাননা

সম্পাদনা
  • সম্মানসূচক এলএলডি, University of Saskatchewan, ১৯৭৩
  • ন্যাশনাল মেডেল অব সায়েন্স, ১৯৭৭
  • সম্মানসূচক পিএইচডি, হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম, ১৯৭৯
  • সম্মানসূচক ডিএসসি, শিকাগো বিশ্ববিদ্যালয়, ১৯৮৩
  • সম্মানসূচক ডিএসসি, পলিটেকনিক ইন্সটিটিউট, নিউ ইয়র্ক, ১৯৮৪
  • সম্মানসূচক ডিএসসি, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, ১৯৮৫
  • সম্মানসূচক ডিএসসি, University of Guelph, 1987
  • সম্মানসূচক ডিএসসি, honoris causa, Seton Hall University, 1988
  • সম্মানসূচক ডিএসসি, Lajos Kossuth University of Debrecen, Hungary, 1988
  • সম্মানসূচক ডিএসসি, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, 1990[]

তথ্যসূত্র

সম্পাদনা

প্রকাশনা

সম্পাদনা