হেইআন যুগ

(হেইয়ান যুগ থেকে পুনর্নির্দেশিত)

হেইআন যুগ (平安時代, হেইআন্‌জিদাই) হল জাপানের ইতিহাসের ধ্রুপদী পর্যায়ের শেষ যুগ। ৭৯৪ থেকে ১১৮৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল এই যুগের বিস্তৃতি।[১] সমসাময়িক রাজধানী শহর হেইআন-কিও তথা বর্তমান কিয়োতোর নামানুসারে এই যুগের নামকরণ হয়েছে। এই সময়ে জাপানে বৌদ্ধধর্ম, তাও ধর্ম এবং অন্যান্য চীনা প্রভাব ছিল সর্বাধিক। হেইআন যুগে সম্রাটের প্রতিপত্তি ছিল প্রবল; এবং বিভিন্ন প্রকার শিল্প, বিশেষত কাব্যগদ্যসাহিত্যের ক্ষেত্রে জাপানে উল্লেখযোগ্য সৃষ্টি হয়। অবশ্য আপাতদৃষ্টিতে এই সময়ে সম্রাটের ক্ষমতা চূড়ান্ত বলে প্রতিপন্ন হলেও আসল ক্ষমতা ছিল অন্যতম প্রভাবশালী অভিজাত পরিবার ফুজিওয়ারা গোষ্ঠীর কুক্ষিগত। এই গোষ্ঠীর একাধিক সদস্য রাজপরিবারের সাথে বৈবাহিক সম্পর্কেও আবদ্ধ হয়েছিলেন। সমসাময়িক জাপানের একাধিক সম্রাজ্ঞী ফুজিওয়ারা বংশজাত ছিলেন।[২] জাপানি ভাষায় হেইআন (平安) কথার অর্থ "শান্তি"।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Heian period". Encyclopædia Britannica. Retrieved 2007-04-24.
  2. F.W. Seal, Heian Period Court and Clan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে

বহিঃসংযোগ সম্পাদনা