হুসাইল ইবনে জাবির
হুসাইল ইবনে জাবির(মৃত্যু ৩ হিজরী/৬২৫ খ্রিষ্টাব্দে) মুহাম্মদ এর একজন বিশিষ্ট সাহাবা ছিলেন । যিনি রাসুল মক্কা থাকতেই ইসলাম গ্রহণ করেন । তিনি রাসুল এর বিখ্যাত সাহাবী হুযাইফা ইবনে ইয়ামানের পিতা ছিলেন ।[১]
হুসাইল ইবনে জাবির | |
---|---|
মুহাম্মাদের সাহাবা | |
জন্ম | ৬২৫ খ্রিস্টাব্দ আবস শাখা, গাতফান গোত্র, মক্কা, সৌদি আরব |
মৃত্যু | ৬২৭ খ্রিস্টাব্দ উহুদের যুদ্ধে |
যার দ্বারা প্রভাবিত | মুহাম্মাদ, আবু বকর, উমর |
ব্যক্তিগত তথ্য | |
সন্তান | ৫টি পুত্র
|
উল্লেখযোগ্য কাজ | উহুদের যুদ্ধে অংশগ্রহণ |
বংশ পরিচয়
সম্পাদনাতিনি গাতফান গোত্রের "আবস" শাখার সন্তান । এজন্য তাকে আল-আবসীও বলা হয়। পিতার নাম জাবির এবং মাতার নাম জানা যায়না । তার স্ত্রী মদিনার আন্সার গোত্রের আবদুল আশহাল শাখার কন্যা,স্ত্রীর নাম রাবাহ বিনতু কা’ব ইবন আদী ইবন আবদিল আশহাল । তার ৫ টি সন্তান ছিলো ।[২]
২. সা’দ ইবনে হুসাইল
৩. সাফওয়ান ইবনে হুসাইল
৪. মুদলিজ ইবনে হুসাইল
৫. লাইলা ইবনে হুসাইল
এরা পরবর্তীতে ইতিহাসে ইয়ামানে বংশধর নামে পরিচিতি লাভ করে ।
মৃত্যু
সম্পাদনা৬২৭ খ্রিষ্টাব্দে অর্থাৎ ৫ম হিজরীতে উহুদের যুদ্ধের সময় ভিড়ের মাঝে চিনতে না পেরে ভুলক্রমে মুসলিম সৈন্যদের হাতেই নিহত হন ।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হুযাইফা ইবনুল ইয়ামান"। উইকিপিডিয়া। ২০১৯-০৯-২১।
- ↑ আল-ইসতী’য়াবঃ আল-ইসাবার পার্শ্বটীকা - (১/২৭৭)।
- ↑ দ্রঃ সহীহ বুখারী - (২/৫৮১)।