হুয়ান আলকোসের ফ্লোরেস
মেক্সিকীয় রাজনীতিবিদ
হুয়ান আলকোসের ফ্লোরেস (জন্ম: ১০ জানুয়ারি ১৯৫৫) একজন মেক্সিকান রাজনীতিবিদ। তিনি ন্যাশনাল অ্যাকশন পার্টি হতে ২০০০ থেকে ২০০৩ অবধি মেক্সিকো কংগ্রেসের ৫৮তম আইনসভার নিম্নকক্ষ কামারা দে ডিপুতাদোজ(অনুঃ উপনেতাদের কক্ষ)-এ গুয়ানাহুয়াতোর প্রতিনিধিত্বকারী ও নিজদলের উপনেতার দায়িত্ব পালন করেছিলেন।[১]
হুয়ান আলকোসের ফ্লোরেস | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মেক্সিকান |
পেশা | রাজনীতিবিদ |
রাজনৈতিক দল | ন্যাশনাল অ্যাকশন পার্টি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Perfil del legislador"। Legislative Information System। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৫।