হুগো উইভিং

ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা

হুগো ওয়ালেস উইভিং (ইংরেজি: Hugo Wallace Weaving; জন্ম ৪ এপ্রিল, ১৯৬০) হলেন একজন ইংরেজ-অস্ট্রেলীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। তিনি মূলত ম্যাট্রিক্স সিরিজে(১৯৯৯-২০০৩) এজেন্ট স্মিথ, দ্য হবিট(২০১২-২০১৪) চলচ্চিত্র ধারাবাহিক ও দ্য লর্ড অব দ্য রিংস (২০০১-২০০৩)-এ এলরন্ড, ভি ফর ভেনডেট্টা-এ (২০০৬) ভি, ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স-এ রেড স্কাল এবং হ্যাকস রিজ চলচ্চিত্রে বাবা চরিত্রের জন্য পরিচিত।

হুগো ওয়ালেস উইভিং
২০১৩ সালে বার্লিনেলে উইভিং
জন্ম
হুগো ওয়ালেস উইভিং

(1960-04-04) ৪ এপ্রিল ১৯৬০ (বয়স ৬৪)
ইবাদান, উপনিবেশিক নাইজেরিয়া
জাতীয়তাব্রিটিশ-অস্ট্রেলীয়
নাগরিকত্ব
  • অস্ট্রেলীয়
  • ব্রিটিশ
মাতৃশিক্ষায়তনন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮১–বর্তমান
সঙ্গীক্যাটরিনা গ্রিনউড (১৯৮৪–বর্তমান)
সন্তান
আত্মীয়সামারা উইভিং (ভাইঝি)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

উইভিং ঔপনিবেশিক নাইজেরিয়ার ইবাদান শহরের ইবাদান শিক্ষা হাসপাতাল বিশ্ববিদ্যালয়-এ জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালেস উইভিং ছিলেন একজন ভূকম্প পরিমাপক এবং মাতা অ্যান (প্রদত্ত নাম: লেনার্ড) ছিলেন একজন ভ্রমণ গাইড ও শিক্ষক। তারা দুজনেই ইংরেজ ছিলেন।[][] উইভিংয়ের মাতামহ বেলজিয়ান ছিলেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৮৪ সালে অস্ট্রেলীয় টেলিভিশন ধারাবাহিক বডিলাইন-এ ইংরেজ ক্রিকেট ক্যাপ্টেন ডগলাস জারডিন চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন।

চলচ্চিত্র তালিকা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hugo Weaving Profile: Biography, Filmography & Photos" (ইংরেজি ভাষায়)। uk.movies.yahoo.com। ২৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮ 
  2. "Meet the listener: Anne Lennard, wartime evacuee – Life Matters" (ইংরেজি ভাষায়)। Australia: ABC। ২৯ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা