হুইটনী এলিজাবেথ হাস্টন (আগস্ট ৯, ১৯৭৩ – ফেব্রুবারী ১১, ২০১২) যুক্তরাষ্ট্রএর একজন প্রতিভাসম্পন্ন কণ্ঠশিল্পী, মঞ্চশিল্পী, প্রযোজক ও ছিলেন। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডর মতে তিনি বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া নারী[৩]। ২০১০ সাল পর্য্যন্ত তার জীবন জুড়ে ৪১৫ সংখ্যক পুরস্কারসমূহের মধ্যে ২ টা এমী অ্যাওয়ার্ড, ৬টা গ্র্যামি অ্যাওয়ার্ড, ৩০ টা বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ‌ও ২২ টা আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড মুখ্য। এর উপরে হাস্টন বিশ্বের অভিলেখসংখ্যক পরিমানে বিক্রী হওয়া বিভিন্ন শ্রাব্য-দৃশ্য মাধ্যমের প্রকাশকারী সংগীতজ্ঞ[৪][৫]। তার সময়ের প্রসিদ্ধ সোল গায়ক সংগীতজ্ঞ সকলের, বিশেষত মাক সিসি হাস্টন, সম্বন্ধীয় ডায়ন বারবিকডী ডী বারবিকি, ও গডমাডার এরিথা ফ্রেঙ্কলিনর থেকে অনুপ্রাণিত হয়ে হাস্টন ১১ বছর বয়সেই তার নিউ জার্সী গীর্জার জুনিয়র গস্‌পেল choir গেয়ে সংগীত জীবনের সূচনা করেন[৬]। পরে মাকর সঙ্গে নিউ ইয়র্কএর শহর এলাকার নৈশ ক্লাবে গান গেয়ে থাকায় তার এরিষ্টা রেকর্ডর লেবেল-হেড ক্লাইভ ডেভিসর সঙ্গে পড়ে । হাস্টন সাতটি ষ্টুডিয়ো এলবাম ও তিনটি সাউণ্ডট্রেক এলবাম প্রকাশ করেন; ডায়মণ্ড, মালটি প্লেটিনাম, প্লেটিনাম বা গোল্ড সার্টিফিকেস্যন জুবিলী পালন করেন।

হুইটনী হাস্টন
২০০৯ সালের ১ সেপ্তেম্বর সেন্ট্রেল পার্কে "গুড মর্নিং আমেরিকা" অনুষ্ঠানে গান পরিবেশন করার দৃশ্য
২০০৯ সালের ১ সেপ্তেম্বর সেন্ট্রেল পার্কে "গুড মর্নিং আমেরিকা" অনুষ্ঠানে গান পরিবেশন করার দৃশ্য
প্রাথমিক তথ্য
জন্মনামহুইটনী এলিজাবেথ হাস্টন
Whitney Elizabeth Houston
জন্ম(১৯৬৩-০৮-০৯)৯ আগস্ট ১৯৬৩
নিউয়ার্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
মৃত্যুফেব্রুয়ারি ১১, ২০১২(2012-02-11) (বয়স ৪৮)
বেভার্লী হিল্‌স, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ধরনপপ্‌, সউল, আর এণ্ড বি, ডান্স, গস্‌পেল
পেশাগায়িকা, অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র পরিচালক,[১] রেকর্ড প্রযোজক,[২] গীতিকার
বাদ্যযন্ত্রভকেল্‌, পিয়ানো
কার্যকাল১৯৭৭-২০১২
লেবেলএরিষ্টা, আর সি এ'
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

২০১২ সালের ১১ ফেব্রুবারী তারিখে ক্যালিফোর্ণিয়ার বীভার্লি হিলের বীভার্লি হিল্টন হোটেলে কোনো অজ্ঞাত কারণবশতঃ হাস্টনের মৃত্যু হয় [৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Whitney Houston"। Filmbug। জানুয়ারি ১, ২০০০। ফেব্রুয়ারি ২২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০১২ 
  2. "WHITNEY – The Producer"। Whitney-Info.Com। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০১২ 
  3. "Whitney Houston biography"। whitneyhouston.com। আগস্ট ১৯, ২০০৯। ১১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১০ 
  4. Dobuzinskis, Alex (সেপ্টেম্বর ১৫, ২০০৯)। "Whitney Houston, as of 2009, said she was "drug-free""। Reuters। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১০ 
  5. "Whitney Houston Biography"। whitneyhouston.com। ১৯ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১২, ২০১০ 
  6. "Whitney Houston Sings Her Way to Stardom with Hit Album, Road Tour"Jet। Johnson Publishing Company। 68 (24): 59। আগস্ট ২৬, ১৯৮৫। আইএসএসএন 0021-5996। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৭, ২০১১ 
  7. "Whitney Houston, 48, found dead in Beverly Hills"Los Angeles Times। ফেব্রুয়ারি ১১, ২০১২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১২ 

আরও জানুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা