হীর রাঞ্জা
হীর রাঞ্জা (গুরুমুখী: ਹੀਰ ਰਾਂਝਾ, ہیر رانجھا, hīr rānjhā) পাঞ্জাবের জনপ্রিয় প্রেমকাহিনীগুলোর মধ্যে অন্যতম একটি। অন্য কয়েকটি হলো মির্জা সাহিবা এবং সোনি মহিওয়াল। এই গল্পের বেশ কয়েকটি কাব্যিক ব্যাখ্যা রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো ওয়ারিস শাহের হীর যা ১৭৬৬ সালে রচিত হয়েছিল। এই গল্পে হীরের প্রেম এবং তার প্রেমিক রাঞ্জার কথা উপস্থাপিত হয়েছে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Heer Ranjha, research paper on epic poem written by Waris Shah in 1766"। Academy of the Punjab in North America।