হিসাব পরীক্ষণ (বিকল্প বানান: হিসেব পরীক্ষণ; ইংরেজি: Audit) হচ্ছে একটি লাভজনক বা অলাভজনক প্রতিষ্ঠানের আকার বা আইনি ধরনের কোনো পার্থক্য ছাড়াই মতামত দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত আর্থিক তথ্য ও অ্যাকাউন্টশিটগুলোর একটি স্বাধীন বিচারধারা।[১] অর্থাৎ হিসাব পরীক্ষণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক কাজকর্ম বা অ্যাকাউন্ট স্বাধীনভাবে পরীক্ষা করে এই বিষয়ে মতামত দেওয়া হয়। হিসাব পরীক্ষণ আইন দ্বারা যেন নির্ধারিত নিয়ম অনুযায়ী সংস্থা তার অ্যাকাউন্টের নথিগুলো বজায় রাখে, তা নিশ্চিত করার জন্য যত্নের ব্যবস্থা করা হয়েছে। একজন হিসাব পরীক্ষক হিসাব পরীক্ষণের পূর্বে পরিস্থিতির ভিত্তিতে তাঁর প্রমাণ বিশ্লেষণ করে এবং অডিট অ্যাকাউন্ট বা অডিট রিপোর্টের মাধ্যমে তাদের মতামত সরবরাহ করে।[২]

আরও পড়ুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. গুপ্ত, কমল। Contemporary Auditing। ম্যাকগ্র হিল। পৃষ্ঠা ১০৯৫। আইএসবিএন 0070585849 
  2. "Audit assurance"