হিলোকা (নদী)

স্পেনের আরাগনের নদী

হিলোকা হলো স্পেনের আরাগনে অবস্থিত একটি নদী। নদীটি হ্যালন নদীর একটি শাখা এবং এব্রো খাদের জলবিভাজিকা। নদীটির গতিপথ তেরুয়েল এবং যারাগোজা প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ১২৬ কিলোমিটার (৭৮ মা) এবং গড় জল প্রবাহ মাত্রা ২.১ ঘনমিটার প্রতি সেকেন্ড (৭৪ ঘনফুট/সে)। বিভিন্ন মৌসুমে এর জল প্রবাহ মাত্রার পরিবর্তন হয়। নদীটির উৎস মনরিয়াল দেল কাম্পোর পাশ থেকে নদীটি উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে।

হিলোকা
Giloca
তেরুয়েল প্রদেশের ক্যামিনো ডি ভেরা ক্রুজের পাশে জিলোকা নদীর তীরের দৃশ্য।
এব্রো খাদে হিলোকা নদীর মানচিত্র
অবস্থান
Countryস্পেন
অঞ্চলআরাগন
জেলাতেরুয়েল, সারাগোসা
নগরপ্যানক্রুডো
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎসওহোস দে মনরেয়াল
 • অবস্থানমনরেয়াল দেল কাম্পো, তেরুয়েল, আরাগন
 • স্থানাঙ্ক৪০°৪৫′৩৭″ উত্তর ১°২১′০৭″ পশ্চিম / ৪০.৭৬০৪১° উত্তর ১.৩৫১৯৩৩° পশ্চিম / 40.76041; -1.351933
 • উচ্চতা৯৫০ মি (৩,১২০ ফু)
২য় উৎসফুয়েন্তে দে চেল্লা
 • অবস্থানচেল্লা, তেরুয়েল, আরাগন
 • স্থানাঙ্ক৪০°২৭′১৭″ উত্তর ১°১৭′১৩″ পশ্চিম / ৪০.৪৫৪৬০২° উত্তর ১.২৮৬৮৩১° পশ্চিম / 40.454602; -1.286831
 • উচ্চতা১,০৩৬ মি (৩,৩৯৯ ফু)
মোহনা 
 • অবস্থান
ক্যালাটায়ুড, যারাগোজা, আরাগন
 • স্থানাঙ্ক
৪১°২০′২৭″ উত্তর ১°৩৯′২৭″ পশ্চিম / ৪১.৩৪০৯৬২° উত্তর ১.৬৫৭৪৫৯° পশ্চিম / 41.340962; -1.657459
 • উচ্চতা
৫৩০ মি (১,৭৪০ ফু)
দৈর্ঘ্য১২৬ কিমি (৭৮ মা)
অববাহিকার আকার২,৯৫৭ কিমি (১,১৪২ মা)
নিষ্কাশন 
 • গড়২.১ মি/সে (৭৪ ঘনফুট/সে)
 • সর্বনিম্ন১.৬ মি/সে (৫৭ ঘনফুট/সে)
 • সর্বোচ্চ৩.৪ মি/সে (১২০ ঘনফুট/সে)
অববাহিকার বৈশিষ্ট্য
ক্রমবৃদ্ধিহালনএব্রোবালেয়ারীয় সাগর
নদী ব্যবস্থাএব্রো

নদীবিধৌত ভূমিখন্ডটি আগে মেসেটা সেন্ট্রাল এবং মেডিটারেনিয়ান উপকূলের মধ্যে একটি ঐতিহাসিক রাস্তা ছিল। এখান থেকে পুয়েবলোতে অবস্থিত রোমান ব্রিজগুলো এবং ওয়াটারমিলস দেখা যায়। নদীর পানি ভালো মানের হওয়ায় বহু রকম বন্যপ্রাণি এখানে বসবাস করে। আঞ্চলিক সরকারের উক্ত জলবিভাজিকা অঞ্চল পরিষ্কারের উদ্যোগকে পরিবেশ সংস্থাগুলো সমালোচনা করে বলেছে- এর ফলে বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। জলবিভাজিকাটি ২,৯৫৭ বর্গকিলোমিটার (১,১৪২ মা) জুড়ে আছে।

নদী উৎস নিয়ে বিতর্ক রয়েছে, ঐতিহ্যগতভাবে ভাবা হয় আর্তেজিয়ান ঝরনা থেকে এই নদীর উৎপত্তি যা তেরুয়েল প্রদেশের সিয়েরা আলবারাসিন অঞ্চলের ফুয়েনতি দে চেল্লাতে অবস্থিত। ইতালিয়া প্রকৌশলী ডমিঙ্গো ফেরারি ঝরনাটিকে উপবৃত্তাকার প্রাচীর দিয়ে ঘেরাও করে ফেলেছেন।[১] বর্তমানে চিন্তা করা হয় চেল্লা এবং মনরেয়াল দেল কাম্পোর মধ্যবর্তী নদীটি ১৮ শতকের একটি খাল থেকে উৎপন্ন হয়েছে যা ভিলারকুইমাডোতে লেগুনা ক্যানিজারকে নিষ্কাশন করার জন্য কাটা হয়েছিল।[২] বর্তমানে গ্রহণযোগ্য একটি মতামত হলো হিলোকা নদীটি শহরের ২ কিলোমিটার (১.২ মা) দূরে মনরিয়ালের ওজস(চোখ) থেকে জন্ম নিয়েছে। এগুলো মূলত খাল দ্বারা একত্রিত পুকুরের সিরিজ।[৩] মনরিয়াল থেকে নদীটি উত্তরের লুকো দে জলিকার (কালামোচা) কাছাকাছি প্রবাহিত হয়েছে, হিলোকার একমাত্র শাখা নদী দ্য পানক্রুডো দ্বারা সংযুক্ত[৪] যা সিয়েরা দে লা কোস্টেরা থেকে ৪৬ কিলোমিটার (২৯ মা) দূর থেকে উৎপন্ন হয়।[৫] সেখান থেকে একটি সেচনালা পানিগুলোকে ডারোকা উপত্যকার কাছে নিয়ে যায়।[৬]

নদীটি ডারোকা থেকে উত্তর-পূর্ব দিকে ম্যাঞ্চোনস, মুরেরো, মনটন, মরাটা দে হিলোকা, মারুয়েন্ডা এবং পারাচুয়েলাস দে হিলোকার মধ্য দিয়ে কারামোলিনা এবং কালাটায়ুডের মধ্যবর্তী হ্যালনে নিয়ে যায়।[৭][৮]

এই নদীগুলো থেকে মরাটা দে জলিকা, পারাচুয়েলাস দে হিলোকা, ফুয়েন্তেস দে হিলোকা, টরেমোসা দে হিলোকা, বেলিইয়া দে হিলোকা এবং বিইয়ানুয়েবা দে হিলোকা শহরগুলির নামকরণ করা হয়।

জলবিভাগ

সম্পাদনা

হিলোকা নদীর জলের গড় প্রবাহ মান ২.১ ঘনমিটার প্রতি সেকেন্ড (৭৪ ঘনফুট/সে), যদিও বিভিন্ন মৌসুমে বিশেষত শুষ্ক, আর্দ্র, বসন্ত এবং শরৎ কালে মেসেতা সেন্ত্রালের পরিবর্তন ঘটে।[৯] বার্ষিক বৃষ্টির সময় জলবিভাজিকার পানি ৪০০ মিলিমিটার (১৬ ইঞ্চি) থেকে পরিবর্তিত হয়ে ৯৫০ মিলিমিটার (৩৭ ইঞ্চি) উচ্চ হয়ে যায়। বিশেষত মে-জুন মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বেশি হয়।[১০] জলবিভাজিকার ক্ষেত্রফল ২,৯৫৭ বর্গকিলোমিটার (১,১৪২ মা)।[২]

প্রাকৃতিক ইতিহাস

সম্পাদনা
 
ওজস দে মনরিয়াল উৎস থেকে প্রবাহিত হিলোকা নদী

ওজস দে মনরিয়াল হল আর্তেজিয়ান ঝরনার পানির একটি নালার মাধ্যমে একত্রিত পুকুর। এই অঞ্চলটি জলকুক্কুট, ডুবরি পাখি, ক্ষুদ্র ডানাযুক্ত গায়ক পাখি, মাছরাঙ্গা, পেঁচা, হলদে পাখি এবং কাঠঠোকরা পাখিসহ অন্যান্য বন্যপ্রাণিতে পরিপূর্ণ। ২৩ কিলোমিটার (১৪ মা) দূরে অবস্থিত লেগুনা দে গ্যালক্যান্টা থেকে ঘন ঘন জলকুক্কুট দেখা যায়। পোপলার, উইলো এবং ওয়ালনাট গাছগুলো বন্যপ্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। (প্ল্যান হাইড্রোলজকো দে লা কুয়েঞ্চা দেল এব্রো) -অনুসারে নদীর পানিকে খুব উপযুক্ত বলে মনে করা হয়।[৩][১১]

ম্যনখোন্‌স এবং মোরের মাঝের নদীর স্রোত উপত্যকায় ছোট ডানাযুক্ত বাজপাখি, ঈগল, হলদে পাখি, দোয়েল পাখি, ফিঙ্গে পাখি, ঝুঁটিওয়ালা পাখি, চিল সহ অনেক রকমের পাখি দেখা যায়। সিরিয়া সান্তা ক্রুজে তথা নদীর কিনারায় হরিণ, বন বিড়াল পাওয়া যায়। এছাড়াও নদীর তীরে বেজি এবং কাঁটাচয়া পাওয়া যায়। এখানে পপলার, বেদারুজাতীয় বৃক্ষ এবং এ্যাশ গাছ সহ নানারকমের উদ্ভিদ পাওয়া যায়।[১২]

২০০০ সালে এসোসিয়েশন ন্যাচারালিস দে আরাগন আঞ্চলিক সংস্থা দ্বারা পরিষ্কারের কাজকে ভীষণভাবে নিন্দিত করেছে এবং বলেছে এর কারণে তীরবর্তী গাছপালা ধ্বংস হচ্ছে, মাছের সমস্যা হচ্ছে এবং নদীর বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যাচ্ছে।[১৩] ২০০৯ সালের নভেম্বর মাসে হিলোকা অববাহিকায় একটি ভূমিক্ষয় তদন্ত ঘোষণা করেছে, সুরক্ষিত ভবিষ্যতের জন্য ভূমি'র কৌশলগত ব্যবহার প্রয়োজন।[১৪]

ইতিহাস

সম্পাদনা

অতীতে অনেক জল-কারখানা নদীর পানি দিয়ে চালিত হতো, কিন্তু বর্তমানে নদী ধ্বংসের দিকে যাচ্ছে। হিলোকা নদীর উপত্যকা মেসেটা সেন্ট্রাল, এব্রো এবং কোস্ট অব লিভান্ত'র মধ্যবর্তী একটি প্রাচীন যোগাযোগ মাধ্যম ছিল। উপত্যকার পুয়েবলোতে অনেক রোমান ব্রীজ গড়ে উঠেছিল।[৫][১৫]

শাখা-নদী

সম্পাদনা

হিলোকা নদীর একটি শাখা নদী আছে যার নাম প্যানক্রুবো, এটি প্যানক্রুবোর পুয়েবলো থেকে ৩ কিলোমিটার (১.৯ মা) উপর দিয়ে প্রবাহিত হয় এবং এটি সাধারণত উত্তর-পশ্চিমে টররে লস নেগরোস, নাভারাটে ডেল রিও, লিচাগোর আগে পর্যন্ত প্রবাহিত হয়। হিলোকা নদী লুকা দে হিলোকাতে পৌঁছাতে ৪৬ কিলোমিটার (২৯ মা) পথ পাড়ি দেয়।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Descripcion Cella" [সেলার বিবরণ] (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। কমিউনিদাদ ডি তেরুয়েল। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৯ 
  2. "Descripcion Villarquemado" (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। কমিউনিদাদ ডি তেরুয়েল। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৯ 
  3. "Río Jiloca, Ojos de Monreal" [হিলোকা নদী, মনরিয়ালের চোখ] (স্পেনীয় ভাষায়)। গোবিয়েরনো ডি আরাগন। ২০০৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Rio Pancrudo, afluente de Giloca" [পানক্রুডো নদী, গিলোকার উপনদী] (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। সেন্ট্রো ডি এস্টুডিও দেল হিলোকা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৯ 
  5. "Río Jiloca" [হিলোকা নদী] (স্পেনীয় ভাষায়)। জারাগোজা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্র। ২২ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০০৯ 
  6. "Campo de Daroca" [দারোকা মাঠ]। লোকালাইডেডস (স্পেনীয় ভাষায়)। সিএআই টুরিজম আরাগন। ৬ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১০ 
  7. "Río Jiloca en Calatayud, Ríos y Canales" [কলতায়ুদে জিলোকা নদী, নদী ও খাল]। টুরিসমো ডি সারাগোসা (স্পেনীয় ভাষায়)। ৩০ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১০ 
  8. "Río Jiloca" [হিলোকা নদী]। গুগল মানচিত্র। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১০ 
  9. "Los aprovechamientos en la cuenca del Ebro: Afección en el régimen hidrológico fluvial" [ইব্রো বেসিনে ব্যবহার: নদীর জলবিদ্যুৎ ব্যবস্থার উপর প্রভাব] (স্পেনীয় ভাষায়)। কনফেডারেশন হাইড্রোগ্রাফিকা দেল ইব্রো। ডিসেম্বর ২০০০। পৃষ্ঠা ৫৬–৫৭। ৯ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১০ 
  10. দেল ভ্যালে মেলেন্ডো, হাভিয়ার। "El regimen pluviometrico medio de la cuenca de rio Jiloca" [জিলোকা নদী অববাহিকায় গড় বৃষ্টিপাতের নিয়ম]। গেওগ্রাফিক্যালিয়া (স্পেনীয় ভাষায়)। সারাগোসা: ডিপার্টমেন্টো ডি জিওগ্রাফিয়া ও অর্ডেনাসিওন দেল টেরিটোরিও, ইউনিভার্সিড সারাগোসা। ৩০: ১৪৫–১৫৪। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০০৯ 
  11. "Ojos de Monreal del Campo" [মনরিয়াল দেল ক্যাম্পোর চোখ] (স্পেনীয় ভাষায়)। সেন্ট্রো ডি এস্টুডিও দেল হিলোকা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৯ 
  12. "Río Jiloca. Manchones - Murero" (স্পেনীয় ভাষায়)। Gobierno de Aragón। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "Destrucción del río Jiloca" [জিলোকা নদীর ধ্বংস] (স্পেনীয় ভাষায়)। এসোসিয়েশন কালচারাল আরাগন ইন্টারঅ্যাক্টিভ ও মাল্টিমিডিয়া। ২০০০। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০০৯ 
  14. "Investigación sobre la erosión en toda la cuenca del Jiloca" [জিলোকা অববাহিকা জুড়ে ক্ষয় নিয়ে গবেষণা]। লা ক্রোনিকা দে লা কমিনিদাদ দে ক্যালাটায়ুদ (স্পেনীয় ভাষায়)। এল পেরিওডিকো। ৩ নভেম্বর ২০০৯। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০০৯ 
  15. "Río Pancrudo" [পানক্রুডো নদী]। অদ্রি দে লাস টিএরর্স দেল হিলোকা ই গাল্লোকান্ত (স্পেনীয় ভাষায়)। ২ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১০