হিলদা সাইদ (জন্ম ১৯৩৬) হলেন একজন পাকিস্তানি সক্রিয়কর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি শিরকত গহ (নারী সংস্থান কেন্দ্র), পাকিস্তান নারী অ্যাকশন ফোরাম (ডাব্লিউএএফ) এবং পাকিস্তান প্রজনন স্বাস্থ্য নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য।[১][২][৩][৪]

হিলদা সাইদ
জন্ম১৯৩৬
সন্তানএকটি কন্যা
ওয়েবসাইটhttp://shirkatgah.org/

কার্যক্রম সম্পাদনা

হিলদা সাইদ একজন খ্রিস্টান এবং একজন মুসলিমের সাথে বিবাহিত জীবনযাপন করছেন।[২] একটি স্নাতক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করে তিনি আঠারো বছর ধরে তা করে যাচ্ছেন। তিনি চিকিৎসামূলক গবেষক, ফরেনসিক সেরোলজিস্ট এবং সাংবাদিক হিসাবেও কাজ করেছেন।[৪][৫] তিনি আইনি কার্যক্রমের মাধ্যমে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সহায়তা করেছেন। [৬] তার একমাত্র মেয়েও একজন সক্রিয় নারীবাদী।

সাইদ ১৯৭৮ সালে একজন নারী অধিকার কর্মী হিসেবে শিরকত গহে (নারী সংস্থান কেন্দ্র) যোগদান করেছিলেন এবং এর সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছিলঢন। তিনি নারী অ্যাকশন ফোরাম[২][৬][৭][৮] এবং পাকিস্তান প্রজনন স্বাস্থ্য নেটওয়ার্কেরও প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বহু আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mirsky, Judith; Radlett, Marty (২০০০)। No Paradise Yet: The World's Women Face the New Century (ইংরেজি ভাষায়)। Zed Books। আইএসবিএন 9781856499224 
  2. "Hilda Saeed (Pakistan) | WikiPeaceWomen – English"wikipeacewomen.org। ২০১৯-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩ 
  3. "Celebrating Pakistani women of past and present"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩ 
  4. "Population Planning 2020"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩ 
  5. "Just 'cause you're a woman – a look at women in Pakistan"Radio Netherlands Archives (ইংরেজি ভাষায়)। ১৯৯৪-০৩-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩ 
  6. Khan, Nichola (২০১৭-০৭-১৫)। Cityscapes of Violence in Karachi: Publics and Counterpublics (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 9780190869786 
  7. Waraich, Sukhmani (২০১৫-০৭-২২)। "The Story Behind Pakistan's Feminism Of The 70s And 80s"www.vagabomb.com (English ভাষায়)। ২০১৭-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩ 
  8. Gul, Ali (২০১৫-০৮-১৪)। "68 Non-Muslims From Pakistan That Have Made The Country A Better Place"MangoBaaz। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩