হিমুর নীল জোছনা
হিমুর নীল জোছনা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু অন্যতম একটি উপন্যাস।[১][২] হিমু সিরিজের প্রথম বই হলো ময়ূরাক্ষী (১৯৯০)।[৩] হিমু সিরিজের বইগুলোর মধ্যে হিমুর নীল জোছনা ২০তম।
লেখক | হুমায়ুন আহমেদ |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধারাবাহিক | হিমু |
মুক্তির সংখ্যা | ২০ |
বিষয় | মহাপুরুষ |
ধরন | উপন্যাস |
প্রকাশিত | ২০১০ |
প্রকাশক | অন্যপ্রকাশ, ৩৮/২ ক বাংলাবাজার, ঢাকা |
প্রকাশনার তারিখ | ফেব্রুয়ারি ২০১০ |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ৮০ |
আইএসবিএন | ৯৮৪ ৮৬৮ ৫৯৩ ৬ |
পূর্ববর্তী বই | হিমুর মধ্যদুপুর |
পরবর্তী বই | হিমুর আছে জল |
হিমুর নীল জোছনা বইটি ফেব্রুয়ারি ২০১০ সালের বইমেলায় অন্যপ্রকাশ থেকে বইটি বের হয়। [৪]
উৎসর্গ
সম্পাদনালেখক বইটির উৎসর্গপত্রে লিখেনঃ
“ | বাষট্টি বছর বয়েসী কঠিন হিমু কেউ কি দেখেছেন? আমি দেখেছি। তার নাম সেহেরী। অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, ঢাকা সিটি কর্পোরেশন। তিনি শুধু যে হলুদ পাঞ্জাবি পড়েন তা-না, নিজের চুল-দাড়ি সবই মেহেদি দিয়ে হলুদ করে রাখেন। পূর্ণিমার রাতে আয়োজন করে জোছনা দেখতে গাজীপুরের জঙ্গলে যান সৈয়দ আমিনুল হক সেহেরী (হিমু, ফার্স্টক্লাস) |
” |
চরিত্রসমূহ
সম্পাদনাকাহিনীসংক্ষেপ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রশান্ত ত্রিপুরা (জুলাই ২১, ২০১৩)। "Humayun Ahmed, Himu and identity conflicts in Bangladesh"। bdnews24.com। ঢাকা। ৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৫।
- ↑ "হিমু ধারাবাহিক"। goodreads.com (ইংরেজি ভাষায়)। গুডরিড্স। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৫।
- ↑ রহমান, মুম (১৫ নভেম্বর ২০১৫)। "হুমায়ূনের হিমু, মিসির আলি, শুভ্র (দ্বিতীয় পর্ব)"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ হুমায়ূন আহমেদ। "হিমুর নীল জোছনা"। goodreads.com। অন্যপ্রকাশ। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৫।