হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং (এইচ এম আই দার্জিলিং), পর্বতারোহণকে একটি সংগঠিত খেলাধুলা হিসাবে প্রোৎসাহিত করার জন্য ১৯৫৪ সালের ৪ঠা নভেম্বর [], ভারতের দার্জিলিঙে প্রতিষ্ঠিত হয়। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি দ্বারা মাউন্ট এভারেস্ট এ প্রথম আরোহণ, পর্বতারোহণকে অঞ্চলের মানুষের জন্য একটি অত্যন্ত সম্মানিত প্রচেষ্টা হিসেবে স্থাপন করতে উত্সাহ সৃষ্টি করে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহ্‌রুর উদ্দীপনায় এইচ এম আই দার্জিলিংএ প্রতিষ্ঠিত হয়। তেনজিং নোরগে এই পর্বতারোহন সংস্থার বহিরঙ্গন প্রশিক্ষণের প্রথম অধিকর্তা(DFT/Director) ছিলেন।

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং এর নিকট চিহ্নগুলি

এইচ এম আইতে নিয়মিত এডভেঞ্চার , বেসিক এবং উন্নত মাউন্টেনিয়ারিং কোর্সগুলি সঞ্চালন করা হয়। এইগুলি খুব সর্বাঙ্গীণ কোর্স। পর্বতারোহণকে প্রোৎসাহন দেবার জন্য এই কোর্সগুলিতে অনেকটা ভর্তুকি দেয়া হয়। অন্ধদেরও এই ধরনের কোর্স করার সুযোগ আছে। []

চিত্রসমূহ

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসংযোগ

সম্পাদনা
  1. Harish Kapadia (২০০১)। Across Peaks & Passes in Darjeeling & Sikkim। Indus Publishing। পৃষ্ঠা 64। আইএসবিএন 978-81-7387-126-9 
  2. "Courses"Himalayan mountaineering institute। ২৮ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা