হিন্দুস্তান ব্যাংক

১৮ শতকের ব্যাংক

হিন্দুস্তান ব্যাংক (১৭৭০-১৮৩২), ঔপনিবেশিক ভারতে প্রথম আধুনিক ব্যাংকগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। ব্যাংকটি ১৭৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] এটি এখন বিলুপ্ত ব্যাংক। এটির সদর দফতর ছিল তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী কলকাতায়

হিন্দুস্তান ব্যাংক
ধরনসরকারি খাত
শিল্পব্যাংকিং, বীমা, মূলধন বাজার
প্রতিষ্ঠাকাল১৭৭০[১]
প্রতিষ্ঠাতাআলেকজান্ডার অ্যান্ড কোং
বিলুপ্তিকাল৩১ মার্চ ১৮৩২ (1832-03-31)
অবস্থাবিলুপ্ত
সদরদপ্তর,
অবস্থানের সংখ্যা
বেঙ্গল প্রেসিডেন্সি
বাণিজ্য অঞ্চল
ভারত
পরিষেবাসমূহঋণ, আমানত

ইতিহাস সম্পাদনা

ব্যাংকটি আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[২][৩][৪] ব্যাংকটি ১৮ শতকের তিনটি অর্থনৈতিক সংকটের মধ্যও টিকে ছিল:

  • ১৮১৯ সালের মন্দা
  • পামার অ্যান্ড কোং এর ব্যর্থতা (একটি ব্রিটিশ এজেন্সি হাউস)
  • ১৮৩২ সালের ব্যাংকিং সংকট।

ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনা

ভারতে প্রথম কাগুজে মুদ্রা জারি করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে। প্রথম কাগজের নোটগুলি ১৮ শতকের শেষের দিকে হিন্দুস্তান ব্যাংক এবং প্রেসিডেন্সি ব্যাংকগুলির মতো বেসরকারি ব্যাংকের দ্বারা ছাপানো ও জারি করা হতো। ১৮৬১ সালের কাগুজে মুদ্রা আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতে কাগুজে নোট জারি করার একচেটিয়া অধিকার প্রদান করে। ১৮৩০-৩২ সালে এই আইনটি বাতিল হয়ে যায়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Reserve Bank of India - Museum" 
  2. "Reserve Bank of India - Museum"। Rbi.org.in। ২০১৫-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  3. "Bank of Hindustan"। Indian-coins.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Parliamentary Papers, House of Commons and Command - Great Britain. Parliament. House of Commons - Google Books"। ১৮৩২। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা