একটি একক এবং ছোট সফ্টওয়্যার উপাদান হার্ডওয়ারের অজানা ফাংশনগুলি ব্যবহার করতে পারে এবং পুরো সিস্টেমকে দূষিত করতে পারে মানব ও হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার এর মধ্যে সম্পর্ক হিউম্যানওয়্যার

হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী সম্পাদনা

সজ্ঞা সম্পাদনা

“হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাথে সম্পৃক্ত মানুষ বা মানুষের সমষ্টিকে হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী বলে ।“ অর্থাৎ , মানুষের সাথে কম্পিউটারের একটা সম্পর্ক রয়েছে । কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যারের সৃষ্টি মানুষের মাধ্যমে হয়েছে । মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কম্পিউটার আজ এতো উন্নত পর্যায়ে আসতে সক্ষম হয়েছে । এখনে লক্ষ্য করলে দেখতে পরবেন যে, কম্পিউটারের সাথে মানুষের একটি গভীর সম্পর্ক রয়েছে । আর কম্পিউটার পরিচালনা,নির্মাণ ও উন্নয়নে জড়িত মানুষকে হিউম্যানওয়্যার বলা হয় ।

প্রয়োজনীয়তা সম্পাদনা

মানুষের সাহায্য ছাড়া হার্ডওয়্যার ও সফটওয়্যার নিজে নিজে কোন কাজ করতে পারে না । কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধি নেই । যদিও আমরা দেখি কম্পিউটার অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে । সিদ্ধান্ত নেওয়ার প্রোগ্রাম মানুষই কম্পিউটারের মধ্যে যুক্ত করে । মানুষ হার্ডওয়্যারের উন্নয়নে কাজ করে । হার্ডওয়্যার যত উন্নত হয় কম্পিউটারের সামর্থ্য তত বৃদ্ধি পায় । একটা ভালো হিউম্যানওয়্যার কম্পিউটারের ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম । হিউম্যানওয়্যার ছাড়া কম্পিউটার অচল ।

প্রকার সম্পাদনা

হিউম্যানওয়্যার সাধারনত দুই প্রকার ।

  1. ব্যবহারকারী
  2. উৎপাদন ও উন্নয়নকারী

ব্যবহারকারী সম্পাদনা

প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কর্ম ক্ষেত্রে বিভিন্ন কাজে যে ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে তাকে ব্যবহারকারী বলা হয় । এই ব্যবহারকারী শুধু উপযোগ শেষ করেন ।

উৎপাদন ও উন্নয়নকারী সম্পাদনা

কম্পিউটারের দুইটি অংশ হার্ডওয়্যার ও সফটওয়্যারের উৎপাদন ও উন্নয়নে জড়িত ব্যক্তিরা হলেন উৎপাদন ও উন্নয়নকারী । ডিজাইনারপ্রযুক্তিবিদরা তাদের সৃজনশীল মেধার মাধ্যমে হার্ডওয়্যারের উন্নয়ন করেন । অন্যদিকে ভালো প্রোগ্রামাররা বিভিন্ন সমস্যা চিন্হিত করার মাধ্যমে তা সমাধানে কম্পিউটারের উপযোগী সফটওয়্যার তৈরী করেন ।