হাসান লোকসভা কেন্দ্র

চিকোড়ি লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল কন্নড়। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৫৬১,৪৮৬ জন৷

হাসান লোকসভা কেন্দ্র
কর্ণাটকএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১৬ নং স্থানে হাসান
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদপ্রজ্বল রেবন্না
রাজনৈতিক দলজনতা দল (ধর্মনিরপেক্ষ)
নির্বাচনের বছর২০১৯
রাজ্যকর্ণাটক
মোট ভোটদাতা১,৫৬১,৪৮৬[১]
বিধানসভা কেন্দ্র৮টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কর্ণাটকের সমগ্র হাসান জেলা ও চিকমাগালুর জেলার পূর্ব দিকে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস সম্পাদনা

হাসান লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৫২ থেকে ১৯৫৭ সাল অবধি এটি মাদ্রাজ রাজ্য, ১৯৫৭ থেকে ১৯৭৭ অবধি এটি মহীশূর রাজ্য ও এর পরে এটি কর্ণাটক রাজ্যের অংশীভূত হয়৷

বিধানসভা কেন্দ্র গুলি সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২২৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য কর্ণাটকের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্র (সকলেশপুর) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

কাদুর বিধানসভা কেন্দ্র [৩]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চিকমাগালুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

শ্রবণবেলগোলা বিধানসভা কেন্দ্র [৪]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হাসান জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

আর্শিকেরে বিধানসভা কেন্দ্র [৫]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হাসান জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বেলুর বিধানসভা কেন্দ্র [৬]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৫ নং বিধানসভা কেন্দ্র। এটি হাসান জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

হাসান বিধানসভা কেন্দ্র [৭]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৬ নং বিধানসভা কেন্দ্র। এটি হাসান জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

হোলেনরসিপুর বিধানসভা কেন্দ্র [৮]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি হাসান জেলায় অবস্থিত৷

আর্কলগুড় বিধানসভা কেন্দ্র [৯]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি হাসান জেলায় অবস্থিত৷

সকলেশপুর বিধানসভা কেন্দ্র [১০]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৯ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি হাসান জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র সম্পাদনা