হায়াত রিজেন্সি-গুরগাঁও

হায়াত রিজেন্সি গুরগাঁও ৮ নং দিল্লি-জয়পুর ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত একটি অন্যতম বৃহৎ পাঁচ তারকা হোটেল৷

হায়াত রিজেন্সি হোটেলের ইতিহাস সম্পাদনা

হায়াত হোটেল কর্পোরেশনের মূল মালিক ছিলেন হায়াত ভন ডেন এবং জ্যাক ডায়ার ক্রাউচ৷ পরবর্তীতে ভন ডেন তার শেয়ারের অংশ জেই প্রিজটকার এর নিকট বিক্রি করে দেন এবং প্রিজটকার ব্যবসাটি সফলভাবে পরিচালনা করা শুরু করেন৷ হায়াত রিজেন্সি বিভিন্ন ধরনের হোটেল এবং রিসোর্ট পরিচালনা করে থাকে৷ এ হোটেল ও রিসোর্টগুলো মাঝারি ও বড় আকৃতির, যা অবসর কাটানো কিংবা ব্যবসায়িক কারণে অবস্থানকারী লোকেদের জন্য অত্যন্ত আরামপ্রদ হিসাবে বিবেচিত৷[১]

সন্মাননা ও স্বীকৃতি সম্পাদনা

  • রিজেন্সিটি ২০১৬ সালের এগজিবিশনে গুণগত মান, নতুনত্ত্ব আইডিয়া এবং আতিথেয়তার স্বীকৃতস্বরূপ উত্তর ভারতের বেস্ট মাইস পুরস্কার লাভ করে৷[২]
  • ২০১৫ সালে হায়াত রিজেন্সি উত্তর ভারতের সেরা কনভেনশন হোটেল হিসাবে স্বীকৃতি ও সন্মাননা লাভ করে৷
  • গ্লোবাল ইন্ডিয়ান ওয়েডিং অ্যাওয়ার্ডস এ ২০১৫ সালে হোটেলটি উত্তর ভারতের বেস্ট ওয়েডিং হোটেল এর স্বীকৃতি লাভ করে৷
  • হোটেলের “কিচেন ডিস্ট্রিক্ট” দক্ষিণ ভারতের সেরা রেস্টুরেন্ট হিসাবে ২০১৬ সালে “দ্যা টাইমস ফুড এন্ড নাইটলাইফ অ্যাওয়ার্ড” লাভ করে৷[৩]

উল্লেখ সম্পাদনা

  1. "হায়াত রিজেন্সি হোটেল"। hyatt.com। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৭ 
  2. "Hyatt Regency Gurgaon recognised by 2016 Exhibition"। hospitalitybizindia.com। 
  3. "হায়াৎ রিজেন্সী-গুরগাঁও"। cleartrip.com।