হামিন আহমেদ

বাংলাদেশী গায়ক

হামিন আহমেদ বাংলাদেশী সংঙ্গীত শিল্পী। তিনি ব্যান্ড দল মাইলস এর সদস্য।[২]

হামিন আহমেদ
হামিন আহমেদ
হামিন আহমেদ
প্রাথমিক তথ্য
জন্ম (1959-03-08) ৮ মার্চ ১৯৫৯ (বয়স ৬৫)
কলকাতা, ভারত [১]
ধরনরক পপ
পেশাসুরকার মিউজিশিয়ান
বাদ্যযন্ত্রভোকাল বেজ গিটারিস্ট
কার্যকাল১৯৮৪ থেকে বর্তমান

শৈশব ও ব্যক্তিগত জীবন সম্পাদনা

হামিন আহমেদ এর বাবা সংঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত এবং মা নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম। হামিন আহমেদ প্রথমে কলকাতার একটি স্কুলে পড়াশোনা করেন।[৩] তারপরে তিনি ঢাকায় চলে আসেন এবং নটর ডেম কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এ জন প্রশাসন বিভাগে পড়াশোনা শেষ করেন। তার ছোট ভাই শাফিন আহমেদ মাইলস এর সহযোগী সদস্য।[৪] হামিন আহমেদের স্ত্রী সঙ্গীতশিল্পী কানিজ সুবর্ণা। হামিন আহমেদের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় হলেন আহনাফ আহমেদ (জন্ম ১৯৯৫)।[৫]

কর্মজীবন সম্পাদনা

১৯৭৯ সালে হামিন বাংলাদেশের অন্যতম ব্যান্ড দল মাইলসে যোগ দেন এবং আজ অবধি সেখানে ভোকালিস্ট ও গিটারিস্ট হিসেবে যুক্ত আছেন।[৬]

১৯৮৭ সালে আহমেদ তার নিজস্ব উদ্যোগে কম্পিউটার ব্যবসা ডেটাটেক শুরু করেছিলেন। পরে তিনি ১৯৯২ সালে এসিআইতে বাণিজ্যিক বিভাগে যোগদান করেন। ২০০২ সাল থেকে তিনি পোশাক খাতে বিনিয়োগ করেন। [৭]

হামিন একসময় পেশাদার ক্রিকেট খেলতেন। তিনি আশির দশকে জাতীয় দলের জুনিয়র টিমেও ছিলেন। ১৯৮৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। ১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে গানে নিয়মিত হন। তিনি শুরু করেছিলেন ন্যাশনাল স্পোর্টিং ক্লাবে। এরপর সূর্যতরুণ, আজাদ বয়েজ, আবাহনী ও মোহামেডানের হয়ে খেলেছেন।[৮]

অ্যালবাম সম্পাদনা

  • মাইলস
  • এ স্টোপ ফার্দার
  • প্রতিশ্রুতি
  • প্রত্যাশা
  • বেস্ট অফ মাইলস
  • প্রত্তয়
  • প্রয়াস
  • প্রবাহ
  • প্রতিধণ্ণি
  • প্রতিচ্ছবি ইত্যাদি[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জন্মগ্রহন"। Archived from the original on ২৯ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  2. "মাইলস এর সদস্য"। Archived from the original on ১৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  3. "পড়ালেখা"। Archived from the original on ২৯ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  4. "কর্মজীবন"। Archived from the original on ২৯ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  5. "সন্তান"। Archived from the original on ২৯ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  6. "৪০ বছরের মাইলস"। 2019-06। সংগ্রহের তারিখ 2023-10-08  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  7. "ব্যবসা"। Archived from the original on ২৯ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  8. কাদের, মনজুর (২০২৩-১০-০৮)। "ভবিষ্যতে কারা হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড, জানালেন হামিন আহমেদ"। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮ 
  9. "গানসুমুহ"। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯