হান্তাভাইরাস ভ্যাক্সিন

হানতাভাইরাস ভ্যাকসিন হচ্ছে একটি ভ্যাকসিন যা মানবদেহে হানতাভাইরাস জনিত সংক্রমণ  hantavirus hemorrhagic fever with renal syndrome (HFRS) অথবা hantavirus pulmonary syndrome (HPS) এর বিরুদ্ধে কাজ করে। ভ্যাক্সিনটিকে খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। কারণ বিশ্বব্যাপী হান্তাভাইরাসের সংক্রমন অনেক বেশি। ১৯৫০ থেকে ২০০৭ সালের মধ্যে চীনের ১৫ লক্ষ লোক এই ভাইরাসে আক্রান্ত হয় এবং ৪৬ হাজার লোক মারা যায়। ২০০৫ থেকে ২০১০ এ ফিনল্যান্ডে ৩২ হাজার এবং ১৯৯৬ থেকে ২০০৬ এ রাশিয়ায় ৯০ হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হয়।[১]

১৯৯০ সালে প্রথম হান্তাভাইরাস ভ্যাক্সিন প্রস্তুত করা হয় "'হান্তান নদী ভাইরাসে'" বিরুদ্ধে। সেইসময় ভাইরাসটি তীব্র আকার ধারণ করে।[২] হিসাব অনুযায়ী প্রতিবছর চীনে দুই লাখ ডোজ ভ্যক্সিন প্রদান করা হয়। ২০০৭ সাল থেকে চীনে HFRS রোগীর সংখ্যা ২০ হাজারের নিচে নেমে আসায় ভ্যক্সিনের ব্যপক ব্যবহারও কমে আসে।[১]

আরেকটি হান্তাভাইরাস হচ্ছে সিউল ভাইরাস যার চিকিৎসায় এই ভ্যাক্সিন ব্যবহার করা হয়ে থাকে। তবে ধারণা করা হয় ভ্যাক্সিনটি পুউমালা ভাইরাস ও ডোবরাভা-বেলগ্রেড ভাইরাসসহ ইউরোপীয় হান্তাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয়। ভ্যাক্সিনটির ফার্মাসিউটিক্যালস বাণিজ্যিক নাম হান্তাভ্যাক্স।[২][৩] ২০১২ সাল থেকে ইউরোপ কিংবা আমেরিকায় কোনপ্রকার হান্তাভাইরাস ভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দেয়া হয়নি [১] হান্তাভাইরাসের ভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের গবেষণা চলমান রয়েছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1.   অজানা প্যারামিটার | pmc= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | issue= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | pages= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | volume= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | url= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | pmid= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | journal= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | first1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | doi= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | year= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | last1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার | title= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. Lee HW, Ahn CN, Song JW, Back LJ, Seo TJ, Park SC. Field trial of an inactivated vaccine against hemorrhagic fever with renal syndrome in humans. Arch Virol. 1990;1(Suppl):35–47.
  3. Cho HW, Howard CR. Antibody responses in humans to an inactivated hantavirus vaccine (Hantavax). Vaccine. 1999;17:2569–75.
  4. "Phase 2a Immunogenicity Study of Hantaan/Puumala Virus DNA Vaccine for Prevention of Hemorrhagic Fever "। ClinicalTrials.gov । 2014-04-14 । সংগ্রহের তারিখ 2015-12-22  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা