হানা হাজ্জার (আরবি: هناء حجار) হলেন আরব নিউজের একজন চিত্রশিল্পীরাজনৈনিক ব্যঙ্গ কার্টুনিস্ট। তিনি সেই নয় জন শিশুর মধ্যে কনিষ্ঠ, যারা রাজনৈতিক ব্যঙ্গ চিত্র আঁকতে শুরু করেছিলেন মাত্র ১২ বছর বয়সে।[১] তার প্রথমিক কার্টুন গুলো জুরে থাকত ফিলিস্তিনের যুদ্ধ ও তা বন্ধের আহবান।[২] হাজ্জার হলেন সেই কতিপয় নারীর একজন যারা কাজ করে আরব নিউজ এর জন্য এবং সৌদি আরবের একমাত্র রাজনৈতিক ব্যঙ্গ কার্টুনিস।[৩] তার ব্যঙ্গচিত্র গুলো বিভিন্ন গুনে গুনান্বিত। তার সমালোচনার মধ্যে খুব নিপুন ভাবে উঠে আসে রাজনৈতিক ও সামাজিক নৈরাজ্য। এর সাথে লিঙ্গবৈষম্য,রাজনীতি, ও অর্থনীতি। সমাজ থেকে যখন তার কার্টুনকে বুঝতে চেষ্টা করা হয় তখন তিনি  আরো যত্নশীল ও দায়িত্ববোধ নিয়ে কাজে মনোযোগ দেন। আর তিনি তার কাজের ধারাবাহিকতা অব্যহত রাখেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mubarak, Ebithal. "Saudi Woman Cartoonist’s Exhibition From Saturday." Arab News. Thursday 5 July 2007 (20 Jumada al-Thani 1428). Retrieved on 29 October 2009.
  2. "“Caricature can be a two-edged blade”, an interview with Hana Hajjar, a young Saudi editorial cartoonist ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ ডিসেম্বর ২০০৭ তারিখে." Arab Press Network. 15 March 2007. Retrieved on 31 October 2013.
  3. Sterns, Olivia. "Female cartoonist's provocative work challenges Saudi society." CNN. 27 October 2009. Retrieved on 29 October 2009.

বহিসংযোগ সম্পাদনা