হানবালীদের ইতিহাস
হানবালীদের ইতিহাস[১] (আরবি: طبقات الحنابلة, প্রতিবর্ণীকৃত: Ṭabaqāt al-Ḥanābilahতাবাকাত আল-হানাবিলাহ) হচ্ছে ইবনে আবি ইয়া'লা (মৃত্যু ১১৩১ সন) রচিত হানবালী মাযহাবের (চিন্তাগোষ্ঠী) ফিকহের (ইসলামী আইনশাস্ত্র) পণ্ডিতদের জীবনী-অভিধান।[২][৩] বইটি শুরু হয়েছে হানবালী মাযহাবের প্রতিষ্ঠাতা আহমদ বিন হানবাল (রহঃ)-এর জীবনী দিয়ে। পরবর্তীতে হাফিয ইবনে রজব রহঃ (মৃত্যু ১৩৯৩ সন) উক্ত গ্রন্থের ধারাবাহিক হিসেবে "হানবালীদের ইতিহাসঃ অতিরিক্ত অংশ" (যাইল 'আলা তাবাকাত আল-হানাবিলাহ) নামে রচনা করেন।[৪] এই ধারাবাহিক অংশে ৪৬০ হিজরি পরবর্তী সময়ে মৃত্যুবরণকারী পণ্ডিতদের জীবনী নিয়ে আসেন। আধুনিক কালে ৪ খণ্ডে প্রকাশিত গ্রন্থটির প্রথম দুই খণ্ড ইবনে আবি ইয়া'লার মূল বইটি এবং অবশিষ্ট দুই খণ্ডে ইবনে রজবের সংস্করণ রয়েছে।
লেখক | ইবনে আবি ইয়া'লা |
---|---|
দেশ | দামেস্ক, আল-শাম। |
ভাষা | আরবি |
ধরন | জীবনী |
প্রকাশক | আল-মা'হাদ আল-ফিরনাসি লিল-দিরাসাত আল-'আরাবিয়াহ, দামেস্ক। |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Makdisi, George (১৯৫৬)। "Autograph Diary of an Eleventh-century Historian of Baghdād—I" (pdf)। Bulletin of the School of Oriental and African Studies। Cambridge University Press। 8 (1): 9–31। ডিওআই:10.1017/s0041977x00122189। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫।
- ↑ http://franklin.library.upenn.edu/record.html?id=FRANKLIN_2466775
- ↑ http://id.loc.gov/authorities/names/n85146849.html
- ↑ https://catalog.lib.uchicago.edu/vufind/Record/3663577