হাথমতী নদী
ভারতের নদী
হাথমথী নদী পশ্চিম ভারতের গুজরাত রাজ্যের একটি নদী, যার উৎপত্তি স্থল আরাবলী পাহাড়ে অবস্থিত। এটি সবরমতী নদীর বাম দিকের উপনদীগুলির একটি। হিমাতনগরের নিকটবর্তী হাথমথী বাঁধের এই নদী ব্যবস্থায় রয়েছে। গুহাই নদী হাথমথী নদীর উপনদ।[১][২]
হাথমতী | |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | গুজরাত |
মোহনা | |
- অবস্থান | সবরমতী নদী, ভারত |
ভিলোডা ও হিমাতনগর হল এই নদীর তীরের প্রধান শহর।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Hathmati River"। guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat। সংগ্রহের তারিখ মে ৪, ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Sabarmati River"। guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat। মার্চ ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৪, ২০১৭।