হাতিয়ান বালা জেলা

হাতিয়ান বালা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরের দশ জেলার মধ্যে অন্যতম একটি জেলা। হাতিয়ান বালা হচ্ছে জেলাটির প্রধান শহর।

হাতিয়ান বালা জেলা
جہلم وادی ڈسٹرکٹ
{{{official_name}}} অবস্থান
আয়তন
 • স্থলভাগ৮৫৪ বর্গকিমি (৩৩০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)
 • মোট২,৩০,৫২৯
 • জনঘনত্ব২৭০/বর্গকিমি (৭০০/বর্গমাইল)

ইতিহাস

সম্পাদনা

১৯৪৮ সালে আজাদ কাশ্মীর প্রতিষ্ঠার আগ পর্যন্ত এটি বারমুলা জেলার একটি অংশ ছিল। এছাড়াও তহসিল হিসেবে উরি নাম ছিল, তবে (বর্তমানে ভারতীয় কাশ্মীর) এর অধিনে পরিচালিত হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের সময় যুদ্ধবিরতির পর, ২০০৯ সাল পর্যন্ত হাতিয়ান বালা মুজাফফারাবাদ জেলার অংশ হিসেবে গঠিত হয়েছিল। ২০০৯ সালের জুলাইয়ে, সরদার মুহাম্মদ ইয়াকুব খান এর জোট সরকারের সময় এটিকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। নতুনভাবে প্রতিষ্ঠিত জেলাটির জনসংখ্যা প্রায় ২৩০,৫২২ জন এর মত।[]

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

হাতিয়ান বালা জেলায় ৩টি তহসিল রয়েছে:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Census 2017: AJK population rises to over 4m"The Nation (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০১ 
  2. "Hattian Bala"http://tourism.mypakistan.pk। ৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)