হাডসন নদী
হাডসন নদী হলো ৩১৫-মাইল (৫০৭ কিমি) দীর্ঘ নদী যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পূর্বে উত্তর থেকে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়।এটি এডিরনডেক পর্বতমালায় অবস্থিত লেক টিয়ার অব ক্লাউডস থেকে হাডসন ভ্যালি দিয়ে আপার নিউ ইয়র্ক বেতে প্রবাহিত হয়।এটি সবশেষে নিউ ইয়র্ক হার্বারের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে মেশে।নদীটি দক্ষিণ প্রান্তে যুক্তরাষ্ট্রের দুটি প্রদেশ নিউ ইয়র্ক ও নিউ জার্সির মধ্যে রাজনৈতিক সীমানা তৈরী করে।উত্তরে নিউ ইয়র্কের কিছু কাউন্টির মাঝে সীমানা তৈরী করে।নদীটির নামকরণ করা হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ নাবিক হেনরি হাডসনের নামে, যিনি ১৬০৯ সালে নদীটি আবিষ্কার করেন।কানাডার হাডসন উপসাগরও তার নামে নামকরণ করা হয়।
হাডসন নদী | |
---|---|
![]() বিয়ার পর্বত থেকে হাডসন নদী পার করা বিয়ার পর্বত সেতু | |
দেশ | যুক্তরাষ্ট্র |
প্রদেশ | নিউ ইয়র্ক, নিউ জার্সি |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | লেক টিয়ার অব দা ক্লাউডস এডিরনডেক পর্বতমালা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ১,৭৭০ ফু (৫৪০ মি) ৪৪°০৫′২৮″ উত্তর ৭৪°০৩′২১″ পশ্চিম / ৪৪.০৯১১১° উত্তর ৭৪.০৫৫৮৩° পশ্চিম |
মোহনা | আপার নিউ ইয়র্ক বে জার্সি সিটি, লোয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ৪০°৪১′৪৮″ উত্তর ৭৪°০১′৪২″ পশ্চিম / ৪০.৬৯৬৬৭° উত্তর ৭৪.০২৮৩৩° পশ্চিম |
অববাহিকার আকার | ১৪,০০০ মা২ (৩৬,০০০ কিমি২) |
উপনদী | |
জলপ্রপাত | ওর্ড জলপ্রপাত, স্পাইয়ার জলপ্রপাত, গ্লেন্স জলপ্রপাত, বেকার্স জলপ্রপাত |
![]() হাডসন নদীর মানচিত্র | |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ৩১৫ মা (৫০৭ কিমি) |
গভীরতা |
|
নিষ্কাশন |
|
নিষ্কাশন (২) |
|
বহিঃসংযোগসম্পাদনা
KML ফাইল (সম্পাদনা • সাহায্য)
|
- Hudson River Maritime Museum
- Beczak Environmental Education Center
- Tocqueville in Newburgh – an Alexis de Tocqueville Tour segment on Hudson River steamship travel in the 1830s