হাডসন নদী হলো ৩১৫-মাইল (৫০৭ কিমি) দীর্ঘ নদী যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পূর্বে উত্তর থেকে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়।এটি এডিরনডেক পর্বতমালায় অবস্থিত লেক টিয়ার অব ক্লাউডস থেকে হাডসন ভ্যালি দিয়ে আপার নিউ ইয়র্ক বেতে প্রবাহিত হয়।এটি সবশেষে নিউ ইয়র্ক হার্বারের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে মেশে।নদীটি দক্ষিণ প্রান্তে যুক্তরাষ্ট্রের দুটি প্রদেশ নিউ ইয়র্ক ও নিউ জার্সির মধ্যে রাজনৈতিক সীমানা তৈরী করে।উত্তরে নিউ ইয়র্কের কিছু কাউন্টির মাঝে সীমানা তৈরী করে।নদীটির নামকরণ করা হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ নাবিক হেনরি হাডসনের নামে, যিনি ১৬০৯ সালে নদীটি আবিষ্কার করেন।কানাডার হাডসন উপসাগরও তার নামে নামকরণ করা হয়।
হাডসন নদী |
---|
|
|
দেশ | যুক্তরাষ্ট্র |
---|
প্রদেশ | নিউ ইয়র্ক, নিউ জার্সি |
---|
|
|
উৎস | লেক টিয়ার অব দা ক্লাউডস |
---|
• অবস্থান | এডিরনডেক পর্বতমালা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
---|
• স্থানাঙ্ক | ৪৪°০৫′২৮″ উত্তর ৭৪°০৩′২১″ পশ্চিম / ৪৪.০৯১১১° উত্তর ৭৪.০৫৫৮৩° পশ্চিম / 44.09111; -74.05583 |
---|
• উচ্চতা | ১,৭৭০ ফু (৫৪০ মি) |
---|
|
মোহনা | আপার নিউ ইয়র্ক বে |
---|
• অবস্থান | জার্সি সিটি, লোয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
---|
• স্থানাঙ্ক | ৪০°৪১′৪৮″ উত্তর ৭৪°০১′৪২″ পশ্চিম / ৪০.৬৯৬৬৭° উত্তর ৭৪.০২৮৩৩° পশ্চিম / 40.69667; -74.02833 |
---|
দৈর্ঘ্য | ৩১৫ মা (৫০৭ কিমি) |
---|
অববাহিকার আকার | ১৪,০০০ মা২ (৩৬,০০০ কিমি২) |
---|
গভীরতা | |
---|
• গড় | ৩০ ফু (৯.১ মি) |
---|
• সর্বোচ্চ | ২০২ ফু (৬২ মি) |
---|
|
নিষ্কাশন | |
---|
• অবস্থান | সর্বোচ্চ লোয়ার নিউ ইয়র্ক বে, সর্বনিম্ন গ্রীন আইল্যান্ড |
---|
• গড় | ২১,৯০০ ঘনফুট/সে (৬২০ মি৩/সে) |
---|
• সর্বনিম্ন | ৮৮২ ঘনফুট/সে (২৫.০ মি৩/সে) |
---|
• সর্বোচ্চ | ২,১৫,০০০ ঘনফুট/সে (৬,১০০ মি৩/সে) |
---|
|
|
নিষ্কাশন | |
---|
• অবস্থান | গ্রীন আইল্যান্ড |
---|
• গড় | ১৭,৪০০ ঘনফুট/সে (৪৯০ মি৩/সে) |
---|
|
|
উপনদী | |
---|
• বামে | বরিয়াস নদী, স্ক্রুম নদী, ব্যাটেন কিল, হুসিক নদী, কিন্ডারহুক ক্রিক, রেলিফ জ্যান্সেন ক্রিক, ওয়াপিঙ্গার ক্রিক, ক্রোটন নদী |
---|
• ডানে | সিডার নদী, ইন্ডিয়ান নদী, সাকান্দাগা নদী, মোহক নদী, নরম্যান্স কিল, ক্যাটস্কিল ক্রিক, এসোপাস ক্রিক, রনডাউট ক্রিক/ওয়ালকিল নদী |
---|
জলপ্রপাত | ওর্ড জলপ্রপাত, স্পাইয়ার জলপ্রপাত, গ্লেন্স জলপ্রপাত, বেকার্স জলপ্রপাত
|
---|
হাডসন নদীর মানচিত্র |
|