হাকিমপুর লৌহখনি

বাংলাদেশের প্রথম লোহার খনি

হাকিমপুর লৌহখনি হল বাংলাদেশের প্রথম লৌহখনি, সেটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের ইসবপুর গ্রামে অবস্থিত।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০]

হাকিমপুর লৌহখনি
অবস্থান
অবস্থানআলিহাট, হাকিমপুর, দিনাজপুর
দেশবাংলাদেশ
উৎপাদন
পণ্যআকরিক লোহা
ইতিহাস
চালু২০১৯

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ২০১৩ সালে ইসবপুর গ্রামের ৩ কিলোমিটার পূর্বে মুশিদপুরে কূপ খনন করে লৌহ জাতীয় খনিজ পদার্থ থাকার অস্তিত্বের প্রমাণ পায়।[৮] কিন্তু, সেখানে লোহার পরিমাণ ছিল খুবই কম।[১১] এর ছয় বছর পর সেই গবেষণার সূত্র ধরে ইসবপুর গ্রামে কূপ খনন করা শুরু করা হয়। সেখানে লোহার খনি পাবার সম্ভাবনা দেখা যায়।

এরপর ২০১৯ সালের ২৬ মে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পরিদর্শন করতে আসেন। তখন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সাংবাদিকদের কাছে লোহার খনি আবিষ্কারের তথ্য না দিলেও সেখানে লোহার খনি আবিষ্কার হতে পারে, এ ব্যাপারে ইঙ্গিত প্রদান করেন।[১][৫][৭][৯]

অতঃপর ২০১৯ সালের ১৮ জুন আনুষ্ঠানিকভাবে লৌহখনি আবিষ্কারের ঘোষণা দেয় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

অবস্থান সম্পাদনা

লৌহখনিটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের ইসবপুর গ্রামে অবস্থিত। ইসবপুর গ্রাম হাকিমপুর উপজেলার ১১ কিলোমিটার পূর্বে অবস্থিত।[২][৮]

বর্ণনা সম্পাদনা

ভূগর্ভের ১,৩০০-১,৬০০ ফুটের মাঝে খনিটির অবস্থান। খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার। খনিটিতে বিদ্যমান লোহার পরিমাণ ৫০০-৬০০ মিলিয়ন টন।[২][৬] লোহার পাশাপাশি খনিটিতে কপার, নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতি বিদ্যমান।

খনিটির আকরিকে থাকা লোহার পরিমাণ ৬৫ শতাংশের উপরে, যা কানাডা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সুইডেনের লৌহখনির থেকে বেশি।[১][৭][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হাকিমপুরে প্রথম লোহার খনি আবিষ্কার"সমকাল। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  2. "দেশের প্রথম লোহার খনি দিনাজপুরে"প্রথম আলো। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  3. "দেশে প্রথম লোহার খনি আবিষ্কার, বিপুল মজুদের অস্তিত্ব"বাংলানিউজ২৪.কম। ১৮ জুন ২০১৯। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  4. "দিনাজপুরের ইসবপুরে আকরিক লোহার মজুদ"বিডিনিউজ২৪.কম। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "হাকিমপুরে দেশের প্রথম লোহার খনি আবিষ্কার"জনকণ্ঠ। ১৯ জুন ২০১৯। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  6. "লোহার খনির সন্ধান মিলল দিনাজপুরে"বাংলাদেশ প্রতিদিন। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  7. "দেশে প্রথম লোহার খনি হাকিমপুরে"আমাদের সময়। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  8. "দিনাজপুরে দেশের প্রথম লোহার খনি আবিষ্কার"কালের কণ্ঠ। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  9. "হাকিমপুর লোহার খনিতে চলছে কুপ খনন"ইত্তেফাক। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  10. "Bangladesh discovers first magnetite iron mine in Dinajpur"The Daily Star। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  11. "লোহার আকরিকের সন্ধান মিলেছে দিনাজপুরে"ডয়েচে ভেলে বাংলা। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯