হাওড়া ফেরি ঘাট
হাওড়া ফেরি ঘাট বা হাওড়া স্টেশন ফেরি ঘাট কলকাতার বিবাদী বাগ এলাকাতে হুগলী নদীর পূর্ব তীরে অবস্থিত। এই ফেরি ঘাটটি ৩ টি জেটি নিয়ে গঠিত।
দাপ্তরিক নাম | হাওড়া ফেরি ঘাট |
---|---|
ধরন | ফেরি ঘাট |
স্থান | হাওড়া |
মালিক | পশ্চিমবঙ্গ পরিবহন নিগম |
পরিচালনায় নিযুক্ত | পশ্চিমবঙ্গ পরিবহন নিগম |
উপলব্ধ নোঙরের ঘাট সংখ্যা | ৩ |
ফেরি পরিষেবা
সম্পাদনাএই ঘাটের থেকে কিছু ব্যস্ত রুট হল[১] -
- হাওড়া - বাগবাজার; প্রতিদিন সকাল ৭:৪০ থেকে রাত ৯ টা পর্যন্ত ১০ মিনিট অন্তঃর। মাথাপিছু ভাড়া ৮ টাকা।
- হাওড়া - আর্মেনিয়ান ঘাট; প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ মিনিট অন্তঃর। মাথাপিছু ভাড়া ৫ টাকা।
- হাওড়া - ফেয়ারলি প্লেস; প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ মিনিট অন্তঃর। মাথাপিছু ভাড়া ৫ টাকা।
- হাওড়া - চাঁদপাল ঘাট; প্রতিদিন সকাল ৭:৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ মিনিট মিনিট অন্তঃর। মাথাপিছু ভাড়া ৫ টাকা।
- হাওড়া - শিপিং কর্পোরেশন ঘাট; প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ মিনিট অন্তঃর। মাথাপিছু ভাড়া ৫ টাকা।
- হাওড়া -বেলুড়-দক্ষিণেশ্বর।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ফেরি পরিষেবা - ডাব্লুবিটিসি - পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জানুয়ারি ২০২২ তারিখে