হাঁদা ভোঁদা

বাঙালি কমিকস শিল্পী নারায়ন দেবনাথের সৃষ্ট কমিক স্ট্রিপের নাম

হাঁদা ভোঁদা বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের[] সৃষ্ট একটি বিখ্যাত কমিক স্ট্রিপের নাম। প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে (১৯৬২ থেকে) হাঁদা ভোঁদা প্রকাশ হয়ে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত ছোটদের পত্রিকা শুকতারাতে

হাঁদা,ভোঁদা আর পিশেমশাই

হাঁদা ভোঁদা সমবয়সী দুই স্কুলের ছেলে। হাঁদা পাতলা আর ভোঁদা মোটা। দুজন দুজনকে জব্দ করার জন্য সবসময়েই ব্যস্ত। প্রায় সব কমিকসের শেষে হাঁদাই জব্দ হয়। এদের খুনসুটি আর দুষ্টুমির গল্প নিয়েই গত পঞ্চাশ বছরেও বেশি সময় ধরে চলছে এই সিরিজ। এছাড়াও আছেন হাঁদা আর ভোঁদার রাগী পিসেমশাই। আর শেষদিকের গল্পগুলিতে ভোঁদার প্রধান শাগরেদ হিসাবে বচা নামের একটি ছেলেকে পাওয়া যায়। হাঁদা ভোঁদার সব কমিকসই শুকতারাতে প্রথম বার প্রকাশিত হয়েছে। পরে এগুলি খণ্ডে খণ্ডে দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে।

হাঁদা ভোঁদা নিয়ে টিভির জন্য অ্যানিমেশনও তৈরি হয়েছে।

গল্পসমূহ

সম্পাদনা
  • অবোধ পড়োশী
  • ইয়োর ইয়োর কায়দা
  • উলের গোলা
  • কমিক্স ছিনতাই
  • কয়লা কান্ড
  • কাকতাড়ুয়া ভূত
  • কূট কৌশল
  • খ্যাঁটের লড়াই
  • গ্রাম্য ভূত
  • ঘুড়ির লড়াই
  • চালাকির ফল
  • ছদ্ম আবরণ
  • ডাকের ছাপ
  • ড্রাইভিং বোট
  • ডুব সাঁতার
  • ডুয়েল
  • ঢাকের বাদ্দি
  • দন্ত চিকিৎসা
  • দড়ি টানাটানি
  • নতুন মজা
  • পাল্টা লেঙ্গি
  • প্রাথমিক চিকিৎসা
  • প্যান কেক
  • ফুটবল ম্যাচ
  • বন্ধু ভূত
  • বর্ষসেরা
  • বড়দিনের কেক
  • ভূতের কাছে রাম নাম/রাম গান
  • ভূত দর্শন
  • ভূতুড়ে মাছ ভাজা/ভূত দর্শন
  • ভূতের হাত
  • বক্সিংয়ের টিকিট
  • বিপন্নের সংকেত
  • মালা কাহিনী
  • ম্যাজিকের খেলা
  • মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা
  • যন্ত্রপাতি
  • যন্ত্র যন্ত্রনা
  • ল্যাসর লড়াই
  • লুকোচুরি
  • লুকোনো বিপদ
  • লৌহ বর্ম
  • শক্তির খেলা
  • সচল বিজ্ঞাপন
  • সাহায্য দান
  • সংকেত বার্তা
  • সুসময়/দুঃসময়
  • বাজনা বাদ্দি
  • প্রথম পুরস্কার
  • একটিং
  • শিরস্ত্রাণ
  • সুরের ধাক্কা
  • স্কুলনাটক
  • বুদ্ধির প্যাঁচ
  • জব্দকরা
  • বলভাগ
  • বুদ্ধির প্যাঁচ
  • বীভার কাহিনী
  • নয়াফ্যাসাদ
  • খেলনা ইঁট
  • যন্ত্রনির্মাণ
  • ক্লে পিজিয়ন
  • স্কুলফাঁকি
  • ঘন্টাবাঁধা
  • ছিনতাই রেজিমেন্ট
  • কর্মোদ্যম
  • ছাতাকাহিনী
  • নয়াভূমিকা
  • লুকোচুরি
  • নতুনমজা
  • জ্ঞানের গুঁতো
  • মজার মজা
  • ইচ্ছা পূরণ
  • ন্যাফথলিন বিভ্রাট
  • থটরিডিং
  • কালী পূজা
  • লেখা পড়া
  • কাষ্ঠকাহিনী
  • কেঁচোর টোপ
  • বন্ধু ভূত
  • সিনেমা দর্শন
  • ইত্যাদি

তথ্যসূত্র

সম্পাদনা