হলুদ চিতা

নিমফ্যালিডি পরিবারের প্রজাপতি

হলুদ চিতা (বৈজ্ঞানিক নাম:Phalanta phalantha phalantha) Nymphalidae পরিবারভুক্ত গাঢ় হলুদ ও কালো রঙের প্রজাপতি। এই প্রজাপতির ডানার রং ও কারুকাজ চিতাবাঘের দেহের মতো বলে এদের চিতাবাঘ বা চিতাও বলে।[২]

হলুদ চিতা
(Common Leopard)
পূর্ণবয়স্ক চিতা
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Phalanta
প্রজাতি: P. phalantha
দ্বিপদী নাম
Phalanta phalantha
(Drury, 1773)[১]
প্রতিশব্দ
  • Papilio phalantha Drury, [1773]
  • Papilio columbina Cramer, [1779]
  • Atella phalanta
  • Atella araca Waterhouse & Lyell, 1914
Common Leopard(হলুদ চিতা)

আকার সম্পাদনা

প্রসারিত অবস্থায় হলুদ চিতার ডানার আকার ৫০-৬০মিলি মিটার দৈর্ঘ্যের হয়।[৩]

উপপ্রজাতি সম্পাদনা

প্রজাপতিটির উপপ্রজাতি সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমারসহ) পাওয়া যায়।

  • Phalanta phalantha phalantha
  • Phalanta phalantha luzonica Fruhstofer (Philippines)
  • Phalanta phalantha columbina (Cramer) (southern China, Hainan and possibly Taiwan)
  • Phalanta phalantha araca (Waterhouse & Lyell, 1914) (Darwin)
  • Phalanta phalantha aethiopica (Rothschild & Jordan, 1903) (Madagascar, Seychelles, Aldabra, Comoro, Tropical Africa)
  • Phalanta phalantha granti (Rothschild & Jordan, 1903) (Socotra Island)

বিস্তার সম্পাদনা

সাধারণত এই জাতীয় প্রজাপতিটি একটু খোলামেলা অঞ্চলে দেখা পাওয়া যায়। ভারতের সর্বত্র, নেপাল, শ্রীলঙ্কা, বালুচিস্তান, মায়ানমার, মালয়েশিয়া, ফিলিপিনস থেকে জাপান এবং আফ্রিকাতে এদের দেখা মেলে।

আচরণ সম্পাদনা

এই প্রজাপতিগুলিকে রৌদ্রের মধ্যে ছোট ছোট ঝোপেঝাড়ে অথবা অনেকসময় উঁচু গাছের মাথায় আঁকাবাঁকা পথ ধরে উড়াউড়ি করতে দেখা যায়। এরা দ্রুতবেগে উড়তে থাকে তবে যখন বসে থাকে তখন দ্রুতবেগে ডানাদুটি উপর এবং নীচ করতে থাকে। এই ডানার উপর নীচ করার গতি মন্থর হয়, যখন এরা এদের পছন্দের ফুলে বসে মধু পান করে।[৪]

বৈশিষ্ট্য সম্পাদনা

ডিম সম্পাদনা

হলুদ চিতার ডিম উজ্জ্বল হলুদ বর্ণের এবং গম্বুজাকার হয়। এরা পত্রমুকুলে বা পাতার নিচের পিঠে ডিম পাড়ে।

শূককীট সম্পাদনা

শূককীটগুলি লম্বাটে এবং কালচে বাদামি বা কালো রঙের হয়। ত্বকে একটা তৈলাক্ত ভাব থাকে এবং গোটা শরীরে কাঁটা কাঁটা থাকে।

আহার্য উদ্ভিদ সম্পাদনা

এই শূককীট বৈঁচি Flacourtia indica,ও Flacourtia এবং তাদের সমগোত্রীয় কিছু Flacourtia montana, Xylosma গোত্রের Xylosma longifolium[৫] গাছের পাতার রসালো অংশ আহার করে।

মূককীট সম্পাদনা

মূককীটের রঙ খয়েরি হয়। এদের উদর ও বক্ষে এবং পিঠের দিকে এক্সার গোল চ্যাপ্টা ফলক দেখা যায়।

জীবনচক্র সম্পাদনা

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Phalanta, Site of Markku Savela
  2. দুরন্ত চিতাবাঘ![স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],আ ন ম আমিনুর রহমান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৩-০৬-২০১৩ খ্রিস্টাব্দ।
  3. বসু রায়, অর্জন; বৈদ্য, সারিকা; রায়, লিপিকা। সুন্দরবনের কিছু পরিচিত প্রজাপতি (মার্চ ২০১৪ সংস্করণ)। সুন্দরবন জীবপরিমণ্ডল,Department of Forest Government of West Bengal। পৃষ্ঠা 88। 
  4. Van Der Poorten, George Michael; Van Der Poorten, Nancy E. (২০১৬)। The Butterfly Fauna of Sri Lanka। পৃষ্ঠা 236। আইএসবিএন 978-1-77136-189-7 
  5. Thakur,, M.S.। "Study on diversity and hostbplants of butterflies in lower Shiwalik Hills,Himachal Pradesh" (পিডিএফ)International Journal of Plants,Animal and Environmental Sciences। পৃষ্ঠা 33-39। আইএসএসএন 2231-4490। ২২ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা