হলুদ কাইজার

কীটপতঙ্গের প্রজাতি

হলুদ কাইজার (বৈজ্ঞানিক নাম: Penthema lisarda(Doubleday)) হলো হিমালয় ও ইন্দোচিন এলাকায় প্রাপ্ত এরা নিমফ্যালিডি পরিবার এবং স্যাটিরিনি উপগোত্রের একটি প্রজাপতি প্রজাতি।[২]

হলুদ কাইজার
Yellow kaiser
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Penthema
প্রজাতি: P. lisarda
দ্বিপদী নাম
Penthema lisarda
(Doubleday, 1845)[১]
প্রতিশব্দ
  • Diadema lisarda Doubleday, 1845

আকার সম্পাদনা

হলুদ কাইজার এর প্রসারিত অবস্থায় ডানার আকার ১২৫-১৩৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

উপপ্রজাতি সম্পাদনা

হলুদ কাইজার এর প্রজাতিগুলো হলো:

  • Penthema lisarda lisarda (সিকিম, আসাম এবং ভুটান)
  • Penthema lisarda mihintala Fruhstorfer (মায়ানমার)
  • Penthema lisarda michallati Janet, 1894 (ইন্দোচিনা)

ভারতে প্রাপ্ত হলুদ কাইজার এর উপপ্রজাতি সম্পাদনা

ভারতে সাধারণত হলুদ কাইজার এর যে উপপ্রজাতি দেখা যায় তা হল:[৩]

  • Penthema lisarda lisarda Doubleday, 1845 – Himalayan Yellow Kaiser
  • Penthema lisarda mihintala Fruhstorfer, 1912 – Chin Yellow Kaiser

বিস্তার সম্পাদনা

এদের ভারতে পশ্চিমবঙ্গের দার্জিলিং,সিকিম থেকে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব ভারত, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৪]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

আকারে বড় এই প্রজাপতির ডানার উপরিতল কালো অথবা কালচে বাদামী চওড়া সাদা বন্ধনী এবং লম্বা দাগ এবং লম্বাটে এবং গোল ছোপ যুক্ত। সামনের এবং পিছনের উভয় ডানার উপরিপৃষ্ঠে পোস্ট ডিসকাল এবং সাব টার্মিনাল গোলাকৃতি ছোট ছোপের সারি বর্তমান। উভয় ডানার উপরিতলে ডরসাম জুড়ে লম্বা সাদা সামান্য চওড়া দাগ বর্তমান। সামনের ডানার কোস্টার সামান্য নিচে কয়েকটি সরু সাদা লম্বাটে দাগ এবং ডিসকাল অংশে শিরা বরাবর আনুভূমিক সাদা পটি বিদ্যমান। সামনের ডানার উপরিভাগের সেল এ একটি ফ্যাকাসে নীলচে হলুদ বেসাল দাগ এবং সেলের বর্হিভাগে ২টি লম্বাটে ছোপ চোখে পড়ে। ডানার নিম্নতল বাদামী এবং ফ্যাকাসে নীলচে হলুদ দাগ ছোপ যুক্ত। উক্ত দাগ-ছোপগুলি ডানার উপরিতলেরই অনুরূপ। পিছনের ডানার নিম্নতলে সেল সম্পূর্ণ ফ্যাকাসে হলুদ,। মাথা, বুক এবং পেট ইষদ কালচে বাদামী এবং ফ্যাকাসে সাদার ছোঁয়া যুক্ত।[৫]

আচরণ সম্পাদনা

ঘন বনাঞ্চলে ৮০০ থেকে ১৫০০ মিটার উচ্চতা পর্যন্ত এদের উড়ান চোখে পড়ে। এদের উড়ান ধীর তবে শক্তিশালী। বাস্কিং অথবা বদ পোহান এদের প্রিয় বিষয়। জঙ্গলের নদী অথবা ঝর্নার কিনারে এদের প্রায়শই বসে থাকতে দেখা যায়। পুরুষ নমুনাকে এই জাতীয় জলের উৎসের পাশে মাড্‌-পাডলিং করতে দেখা যায়। পশুর বিষ্ঠার উপর এদের প্রায়ই বসে থাকতে দেখা যায়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Penthema Doubleday, [1848]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 366। আইএসবিএন 9789384678012 
  3. "Penthema lisarda Doubleday, 1845 – Yellow Kaiser"। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮ 
  4. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ১২৩। 
  5. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৩৩৭। আইএসবিএন 978 019569620 2