হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার একটি ব্লক

হলদিয়া একটি সমষ্টি উন্নয়ন ব্লক, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হালদিয়া মহকুমায় প্রশাসনিক বিভাগ গঠন করে।পূর্বে এই ব্লকটি সূতাহাটা-২ ব্লক হিসাবে পরিচিত ছিল এবং সুতাহাট ব্লকটি সুতাহাট-১ ব্লক হিসাবে পরিচিত ছিল।

হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক
সমষ্টি উন্নয়ন ব্লক
হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক
হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লক
পশ্চিমবঙ্গের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২২°০২′ উত্তর ৮৮°০৪′ পূর্ব / ২২.০৩° উত্তর ৮৮.০৬° পূর্ব / 22.03; 88.06
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব মেদিনীপুর
সরকার
 • ধরনসমষ্টি উন্নয়ন ব্লক
আয়তন
 • মোট৬৫.৪৪ বর্গকিমি (২৫.২৭ বর্গমাইল)
উচ্চতা৬ মিটার (২০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৯৭,৯৯২
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭২১৬০২ (দুর্গাচক)
৭২১৬০৪ (হলদিয়া)
৭২১৬৫৭ (দেভোগ)
৭২১৬৬৬ (চকদ্বীপ)
৭২১৬৪৫ (দেউলপোঁতা)
এলাকা কোড০৩২২৪
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লিউবি
যানবাহন নিবন্ধনডব্লিউবি-২৯, ডব্লিউবি-৩০, ডব্লিউবি-৩১, ডব্লিউবি-৩২, ডব্লিউবি-৩৩
স্বাক্ষরতা৮৫.৯৬%
লোকসভা আসনতমলুক
বিধানসভা আসনমহিষাদল
ওয়েবসাইটpurbamedinipur.gov.in

ভূগোল সম্পাদনা

পূর্ব মেদিনীপুর জেলা নিম্ন ভারত-গাঙ্গেয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির একটি অংশ। ভূসংস্থানিকভাবে, জেলাকে দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে - (ক) পশ্চিম, পূর্ব ও উত্তরের প্রায় সম্পূর্ণ সমতল সমভূমি, (খ) দক্ষিণে উপকূলীয় সমভূমি। ভূমির বিস্তৃত অঞ্চলটি পলিমাটি দ্বারা গঠিত এবং অবশিষ্ট অংশ নবীন ও উপকূলীয় পলিমাটি দ্বারা গঠিত। জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট। জেলাটির দক্ষিণ ও দক্ষিণ পূর্ব সীমানা সহ ৬৫.৫ কিমি দীর্ঘ সমুদ্র উপকূলরেখা রয়েছে।

হলদিয়া ২২ ° ০২′ উত্তর ও ৮৮°০৪′ পূর্বে অবস্থিত।

হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লকটি উত্তরে সুতাহাটা সমষ্টি উন্নয়ন ব্লক, পূর্বদিকে হুগলি নদীর পূর্ব তীরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার-১কুলপি সমষ্টি উন্নয়ন ব্লক, দক্ষিণে হালদি নদীর দক্ষিণ তীরে নন্দীগ্রাম-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং পশ্চিমে মহিষাদল সমষ্টি উন্নয়ন ব্লক দ্বারা সীমাবদ্ধ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদম শুমারি অনুসারে হালদিয়া সমষ্টি উন্নয়ন ব্লকের মোট জনসংখ্যা ছিল ৯৭,৯৯২ জন, যার সমস্তই গ্রামীণ জনসংখ্যা ছিল। মোট জনসংখ্যার মধ্যে ৫০,৫৩১ জন (৫২%) পুরুষ ও মহিলা ৪৭,৪৬১ জন (৪৮%) মহিলা ছিল। মোট জনসংখ্যার মধ্যে ১১,৬০১ জনের বয়স ৬ বছরের থেকে কম ছিল। ৭,৪৭৭ জন (৭.৬৩%) তফশিলী জাতিভুক্ত ও ২৮৮ জন (০.২৯%) তফসিলি উপজাতিভুক্ত ছিল।[১]

পরিবহন সম্পাদনা

হলদিয়া সমষ্টি উন্নয়ন ব্লকে ১ টি ফেরি পরিষেবা রয়েছে এবং এখানে ৭৩ টি বাস রুট শুরু/সমাপ্ত হয়।[২]

এই ব্লকের মধ্য দিয়ে কোলাঘাট থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত ১১৬ নং জাতীয় সড়ক অগ্রসর হয়।[৩][৪]

স্বাস্থ্যসেবা সম্পাদনা

হালদিয়া সিডি ব্লকে ২০১৪ সালের হিসাবে একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ২ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেখানে ২০ টি শয্যা ও ৫ জন চিকিৎসক রয়েছেন (বেসরকারী সংস্থা বাদে)। এখানে ১৭ টি পরিবার কল্যাণ উপ কেন্দ্র রয়েছে। সিডি ব্লকের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও উপকেন্দ্রগুলিতে ৫৯৮ জন রোগীকে অন্তবিভাগে চিকিৎসা করা হয় এবং ১,৫৪,৬৬২ জন রোগীকে বহিঃরবিভাগে চিকিৎসা করা হয়।[২]

বরগাশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলদিয়া সিডি ব্লকের প্রধান চিকিৎসা সুবিধা কেন্দ্র (১০ টি শয্যা)। দেভোগ(১০ টি শয্যা) এবং বারসুন্দ্রায় (২ টি শয্যা সহ) প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; handbook2014 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "National Highways" (পিডিএফ)। Ministry of Road Transport and Highways। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  4. Google maps
  5. "Health & Family Welfare Department"Health Statistics। Government of West Bengal। ২৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা