হরিশ্চন্দ্রপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক
পশ্চিমবঙ্গের মালদহ জেলার চাঁচল মহকুমার একটি ব্লক
(হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক থেকে পুনর্নির্দেশিত)
হরিশ্চন্দ্রপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গেরর জেলা মালদার চাঁচল মহকুমার অন্তর্গত একটি প্রশাসনিক বিভাগ। এই ব্লকটি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত। এই ব্লকের সদরদপ্তর বারদুয়ারিতে অবস্থিত।[১]
হরিশ্চন্দ্রপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২৩′৪১″ উত্তর ৮৭°৫১′৩২″ পূর্ব / ২৫.৩৯৪৮৪০০° উত্তর ৮৭.৮৫৮৮৩০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মালদা |
প্রতিষ্ঠাতা | আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৫১,৩৪৫ |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, |
সময় অঞ্চল | ভা,প্র,স (ইউটিসি+৫:৩০) |
ডা,সূ,স | ৭৩২১২৫ |
লোকসভা নির্বাচনী এলাকা | মালদহ উত্তর |
বিধানসভা নির্বাচনী এলাকা | হরিশ্চন্দ্রপুর |
ওয়েবসাইট | malda |
ভূগোল
সম্পাদনাহরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক ২৫° ২৩' ৪১" উঃ ৮৭° ৫১' ৩২" পূঃ-এ অবস্থিত।
গ্রাম পঞ্চায়েত
সম্পাদনাহরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত হলো: মালিওর ১, মালিওর ২, সাদলিচাক, সুলতান নগর, চাঁদপুর (ইসলামপুর), দওলাত নগর, ভালুকা, দৌলতপুর এবং মসালদহ।[২]
জনপরিসংখ্যান
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুসারে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের জনসংখ্যা ২৫১,৩৪৫। এর মধ্যে ১৩০,৬৩৭ জন পুরুষ ও ১২০,৯৭৮ জন মহিলা।[৩]
সাক্ষরতা
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুসারে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ২৫১,৩৪৫ জনের মধ্যে ১১২,৬৯৮ জন স্বাক্ষর। তার মধ্যে ৬১,৭৩২ জন পুরুষ ও ৫০,৯৬৬ জন মহিলা।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Contact details of Block Development Officers"। Malda district। West Bengal Government। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-১৭।
- ↑ "GPwise Population of Malda district"। Malda district। Malda district administration। সংগ্রহের তারিখ ২০১১-০২-১৪।
- ↑ ক খ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫।