হরিশচন্দ্রপুর রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

হরিশচন্দ্রপুর রেলওয়ে স্টেশন হল উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের কাটিহার রেলওয়ে বিভাগের হাওড়া-নতুন জলপাইগুড়ি লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হরিচন্দ্রপুরে জাতীয় সড়ক ৮১ এর পাশে অবস্থিত। হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা সহ মোট ৩৪টি ট্রেন থামে। এই স্টেশনটি হরিশ্চন্দ্রপুর I এবং হরিশ্চন্দ্রপুর II কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক পরিষেবা প্রদান করে।

হরিশচন্দ্রপুর রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
২০২১ সালে প্লাটফর্ম নাম্বার #২/৩।
অবস্থানহরিশচন্দ্রপুর মালদা জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৫°২৪′১৪″ উত্তর ৮৭°৫২′০১″ পূর্ব / ২৫.৪০৩৯৯৯° উত্তর ৮৭.৮৬৭০৫১° পূর্ব / 25.403999; 87.867051
উচ্চতা৩১ মি (১০২ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনহাওড়া–নিউ জলপাইগুড়ি লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডHCR
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ কাটিহার রেলওয়ে বিভাগ
ইতিহাস
বৈদ্যুতীকরণআছে
আগের নামইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি
অবস্থান
মানচিত্র

এই রেলওয়ে স্টেশন থেকে পাওয়া প্রধান ট্রেনগুলি নিম্নরূপ:

  • শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চন কন্যা এক্সপ্রেস
  • ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস
  • কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
  • হাওড়া কাটিহার এক্সপ্রেস
  • শিয়ালদহ সহর্ষ হাটে বাজার এক্সপ্রেস
  • কলকাতা-জোগবানী এক্সপ্রেস
  • কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • শিলিগুড়ি-বালুরঘাট এক্সপ্রেস

তথ্যসূত্র

সম্পাদনা