হরিয়ানার ইতিহাস

ইতিহাসের বিভিন্ন দিক

হরিয়ানা ভারতের একটি রাজ্য। হরিয়ানা রাজ্যের ইতিহাস হাজার বছরের-ও বেশি পূর্বের। সিন্ধু সভ্যতার কাল থেকেই অনেক উল্লেখযোগ্য স্থানকে এই রাজ্য সস্নেহে বুকে টেনে নিয়েছে।

দিল্লীতে সুলতানি শাসন এবং মুঘল সাম্রাজ্যেরর আমলে হরিয়ানা দিল্লী সুবাহ্‌ নামেই পরিচিত ছিল। বহু বড় বড় যুদ্ধ এই ভুমিতে সংঘটিত হয়েছে, যেমন তরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, কার্ণালের যুদ্ধ।

মুঘল শাসনের পরবর্তীকালে হরিয়ানা মারাঠা সাম্রাজ্যের অধিকারভুক্ত হয়। ১৮০৩ খ্রীস্টাব্দে সুর্জি-আঞ্জানগাঁও চুক্তির ভিত্তিতে ব্রিটিশ অধীনস্থ হয় ও পরবর্তীকালে নর্থ-ওয়েস্টার্ন প্রভিন্সের সঙ্গে সংযুক্ত হয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর হরিয়ানাকে যা তখন দিল্লী রাজ্য হিসেবে পরিচিত ছিল শাস্তি স্বরূপ ১৮৫৮ সালের ১৩ই এপ্রিল পাঞ্জাব প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কালের বাকি সময় অর্থাৎ ১৮৫৮ থেকে ১৯৪৭ পর্যন্ত প্রশাসনিক ভাবে এটি পাঞ্জাব প্রদেশের অংশ হিসেবে থাকে। এটি প্রশাসনিক ভাবে ১৯৬৬ থেকে পৃথক রাজ্য হিসেবে পরিগণিত হয়। চন্ডীগড়কে পাঞ্জাব ও হরিয়ানার সাধারণ রাজধানী করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা