স্যার জন হে, ৬ষ্ঠ ব্যারোনেট

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার জন হে, স্মিথফিল্ড এবং হেইস্টউনের ৬ষ্ঠ ব্যারোনেট এফআরএসই এফএসএ (৩ আগস্ট ১৭৮৮ - ১ নভেম্বর ১৮৩৮) একজন ব্রিটিশ ব্যারোনেট এবং রাজনীতিবিদ ছিলেন।

কর্মজীবন

সম্পাদনা

তিনি একজন অ্যাডভোকেট হিসেবে প্রশিক্ষণ নেন এবং ১৮১১ সালে স্কটিশ বার পাস করেন। ১৮২০ সালে তিনি এডিনবার্গের রয়্যাল সোসাইটির একজন ফেলো নির্বাচিত হন তার প্রস্তাবক ছিলেন জর্জ ফোর্বস।[১]

তিনি ১৮৩১ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত পিবলেশায়ারের সংসদ সদস্য হিসেবে বসেন।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (পিডিএফ)। The Royal Society of Edinburgh। জুলাই ২০০৬। আইএসবিএন 0-902-198-84-X। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৪ 
  2. Fisher, David R.। "HAY, Sir John, 6th bt. (1788-1838)."www.historyofparliamentonline.orgHistory of Parliament Online। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা