স্যার জন সেব্রাইট, ৭ম ব্যারোনেট

স্যার জন সন্ডার্স সেব্রাইট, ৭ম ব্যারোনেট, DL (২৩ মে ১৭৬৭ - ১৫ এপ্রিল ১৮৪৬), বেসফোর্ড, ওরচেস্টারশায়ার এবং বিচউড পার্ক, হার্টফোর্ডশায়ার, ছিলেন একজন ইংরেজ রাজনীতিবিদ এবং কৃষি উদ্ভাবক।

স্যার জন সেব্রাইট, ৭ম ব্যারোনেট, ১৮৩৪ স্যামুয়েল উইলিয়াম রেনল্ডস দ্বারা খোদাই করা।

জীবন সম্পাদনা

২৩ মে ১৭৬৭ তারিখে সেন্ট জেমসের স্যাকভিল স্ট্রিটে জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ওলভারলি, ওরচেস্টারশায়ারের এডওয়ার্ড নাইটের মেয়ে সারাহের স্যার জন সেব্রাইট, ৬ষ্ঠ ব্যারোনেটের জ্যেষ্ঠ পুত্র। ১৭৯৪ সালের মার্চ মাসে তার পিতা মারা যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Obituaries"। ১৮৪৬: 93।