স্যার চার্লস টার্নার, কার্ক্লিথামের ১ম ব্যারোনেট

স্যার চার্লস টার্নার, প্রথম ব্যারোনেট (১১ নভেম্বর ১৭২৭ - ২৬ অক্টোবর ১৭৮৩) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং ইয়র্কের লর্ড মেয়র।

কর্মজীবন সম্পাদনা

তিনি ১৭৫৯ থেকে ১৭৬০ সাল পর্যন্ত ইয়র্কশায়ারের উচ্চ শেরিফ ছিলেন। ২১ মার্চ ১৭৬৮ থেকে ১৭ নভেম্বর ১৭৮৩ পর্যন্ত, তিনি ইয়র্কের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৭৭২ সালে ইয়র্কের লর্ড মেয়র ছিলেন।[১]

টার্নার ব্যারোনেট তৈরি করা হয়েছিল, ৮ মে ১৭৮২।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lord Mayors of York 1601-1800"। Mansion House (York)। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৩ 
  2. Cokayne, George Edward, সম্পাদক (১৯০৬), Complete Baronetage volume 5 (1707–1800), 5, Exeter: William Pollard and Co, পৃষ্ঠা 218, সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯