স্বৈরতন্ত্র

(স্বৈরশাসন থেকে পুনর্নির্দেশিত)

স্বৈরতন্ত্র হচ্ছে একজন ব্যক্তির শাসন। এর আরেক নাম সামরিকতন্ত্র। এটি কোনো বিশেষ ব্যক্তির স্বেচ্ছাচারিতা, যিনি সে দেশের জনগণ, সংবিধান, আইনের রীতিনীতি অগ্রহ্য করে একক ভাবে ক্ষমতা গ্রহণ করেন, এবং তার একক নির্দেশনায় দেশকে শাসন করে তাকে স্বৈরচারিতা বলা হয়। যখন রাষ্ট্রে এক ব্যক্তির ক্ষমতার মাধ্যমে শাসন বিভাগের সকল কাজ সম্পন্ন হয় তাই স্বৈরশাসন। যে ব্যক্তি গোষ্ঠী বা নেতা অগণতান্ত্রিক ও জোর করে ক্ষমতা গ্রহণ করে এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার অধীনস্থ করে রাখে।[১]

পাক ম্যাগাজিন, ১৯০৫ সাল

বিশ্বে বিভিন্ন রকম স্বৈরতন্ত্র মুলক দেশ রয়েছে । যেমনঃ পাকিস্তান , মিয়ানমার , উত্তর কোরিয়া , সুদান , সোমালিয়া , লেবানন , সিরি্য়া ইত্যাদি

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Autocracy: A Glossary of Political Economy Terms - Dr. Paul M. Johnson"webhome.auburn.edu। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৯