স্বামীজীকে যেরূপ দেখিয়াছি
স্বামীজীকে যেরূপ দেখিয়াছি (মূল ইংরেজিতে: The Master as I Saw Him: Being pages of the life of the Swami Vivekananda) (১৯১০) হল ভগিনী নিবেদিতার লেখা একটি বই।[১] ১৮৯৫ সালের নভেম্বর মাসে ইংল্যান্ডে নিবেদিতার সঙ্গে স্বামী বিবেকানন্দের আলাপ হয়। বিবেকানন্দের সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথা এই বইতে লিপিবদ্ধ করেন নিবেদিতা। বইটি ইংল্যান্ড ও ভারত থেকে একযোগে প্রকাশিত হয়।[২] বর্তমানে এটিকে একটি ধ্রুপদি গ্রন্থের মর্যাদা দেওয়া হয়।[৩][৪] বইটি বাংলায় অনুবাদ করে স্বামী মাধবানন্দ, যা ১৯৬৪ সালে প্রকাশ হয়।
লেখক | ভগিনী নিবেদিতা |
---|---|
মূল শিরোনাম | The Master as I Saw Him |
অনুবাদক | স্বামী মাধবানন্দ |
দেশ | ইংল্যান্ড, ভারত |
ভাষা | ইংরেজি |
বিষয় | জীবনী |
প্রকাশনার তারিখ | ১৯১০ |
পৃষ্ঠাসংখ্যা | ৫৬০ পৃষ্ঠা |
পরমা রায় তার ইন্ডিয়ান ট্রাফিক বইতে লিখেছেন, বিবেকানন্দের অন্যান্য জীবনী গ্রন্থগুলির থেকে এই বইটি একটু আলাদা। কারণ, এতে "গুরু-শিষ্য সম্পর্কের একটি তার্কিক ও সংঘাতমূলক রূপ দেখা যায়" এবং "জাগতিক ব্যাপারে তাঁর উদাসীনতার দিকটি প্রদর্শিত হয়েছে।"[৫] স্বামী বিবেকানন্দ ইন ইন্ডিয়া: আ কারেক্টিভ বায়োগ্রাফি বইতে রাজাগোপাল চট্টোপাধ্যায় এই বইটির সমালোচনা করে বলেছেন, "বিবেকানন্দ প্রথম ভারত ভ্রমণে বেরিয়ে যে অভিজ্ঞতাগুলি সঞ্চয় করেছিলেন, সেই সম্পর্কে নিবেদিতা সম্যক অবগত ছিলেন না।"[৬]
পাদটীকা
সম্পাদনা- ↑ Boehmer, Elleke (২০০২)। Empire, the National, and the Postcolonial, 1890-1920: Resistance in Interaction। Oxford University Press। পৃষ্ঠা 38, 42, 53, 65 –67, 76, 79, 92, 96। আইএসবিএন 0198184468।
- ↑ "The master as I saw him : being pages from the life of the Swami Vivekanada (1910)"। arcive.org। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২।
- ↑ Singh, Puran (২০১৩)। The Spirit of Oriental Poetry। Routledge। পৃষ্ঠা 50। আইএসবিএন 0415865751।
- ↑ Shyam Chaurasia, Radhey (২০১১)। History of Modern India, 1707 A. D. to 2000 A. D। Atlantic Publishers & Distributors। পৃষ্ঠা 321। আইএসবিএন 8126900857।
- ↑ Roy, Parama (১৯৯৮)। Indian Traffic: Identities in Question in Colonial and Postcolonial India। University of California Press। পৃষ্ঠা 92, 123, 200। আইএসবিএন 0520204867।
- ↑ Chattopadhyaya, Rajagopal (১৯৯৯)। Swami Vivekananda in India: A Corrective Biography। Motilal Banarsidass। পৃষ্ঠা 299–303। আইএসবিএন 8120815866।