স্বাধীনতা চিকিৎসক পরিষদ
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন। এর বর্তমান সভাপতি জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব কামরুল হাসান মিলন।[১][২]
সংক্ষেপে | স্বাচিপ |
---|---|
প্রতিষ্ঠিত | ২৪ নভেম্বর ১৯৯৩ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
সদস্য | ১৩৫০০+ |
সভাপতি | জামাল উদ্দিন চৌধুরী |
মহাসচিব | কামরুল হাসান মিলন |
প্রধান প্রতিষ্ঠান | বাংলাদেশ আওয়ামী লীগ |
ওয়েবসাইট | swachip |
ইতিহাসসম্পাদনা
১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর স্বাচিপ গঠিত হয়। স্বাচিপের প্রতিষ্ঠাকালে অধ্যাপক এম, এ, কাদেরী সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।[৩][৪] ২০০৩ সালের কেন্দ্রীয় সম্মেলনে অধ্যাপক আ ফ ম রুহুল হক সভাপতি ও অধ্যাপক এম ইকবাল আর্সলান মহাসচিব নির্বাচিত হন।[৫] ২০১৫ সালে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাচিপের চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।[৬][৭][৮] শেখ হাসিনা সম্মেলনে কমিটির ভার স্বাচিপের নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেন। পরবর্তীতে এম ইকবাল আর্সলান সভাপতি ও এম এ আজিজ মহাসচিব নির্বাচিত হন।[৯]
সাংগঠনিক কাঠামোসম্পাদনা
সম্মেলনের মাধ্যমে স্বাচিপের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। স্বাচিপের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছরে একবার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিধান আছে।[৪] তবে সূচনাকাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মাত্র চারটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি ও মহাসচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সরাসরি নির্বাচনের সুযোগ আছে।[১০] ২০১৫ সালের ১৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ১০১ থেকে বাড়িয়ে ১৫১ করা হয়।[১০] এছাড়া স্বাচিপের বিভিন্ন আঞ্চলিক শাখা রয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "স্বাচিপের নতুন সভাপতি জামাল উদ্দীন, মহাসচিব কামরুল হাসান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ "দৈনিক প্রথম আলো || স্বাচিপের নতুন সভাপতি জামাল উদ্দীন, মহাসচিব কামরুল হাসান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৫।
- ↑ "স্বাচিপ আমাদের প্রাণের সংগঠন"। উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ ক খ "সময়মতো সম্মেলন হয় না আ.লীগের সহযোগী সংগঠনগুলোর | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ "দলবাজিতে বিপর্যস্ত স্বাচিপ"। samakal.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ "নেতৃত্ব পেতে শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় স্বাচিপ | জাতীয় | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০২২-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "নেতৃত্ব পেতে 'নেত্রীর' সিদ্ধান্তের অপেক্ষায় স্বাচিপ"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ "স্বাচিপের জাতীয় সম্মেলন ও নির্বাচন আজ"। archive1.ittefaq.com.bd। ২০২২-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ "স্বাচিপের সভাপতি ইকবাল আর্সলান, আব্দুল আজিজ মহাসচিব"। সমকাল। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ ক খ "স্বাচিপের জাতীয় সম্মেলন ও নির্বাচন আজ | শেষ পাতা | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০২২-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।