স্বপ্নময় চক্রবর্তী

বাঙালি সাহিত্যিক

স্বপ্নময় চক্রবর্তী (জন্ম: ২৪ আগস্ট ১৯৫১) একজন বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক। তিনি আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন।

স্বপ্নময় চক্রবর্তী
জন্ম (1951-08-24) ২৪ আগস্ট ১৯৫১ (বয়স ৭২)
ভাষাবাংলা
শিক্ষা প্রতিষ্ঠানকলকাতা বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনাবলিহলদে গোলাপ
চতুষ্পাঠী
জলের উপর পানি
উল্লেখযোগ্য পুরস্কারআনন্দ পুরস্কার(২০১৫)
বঙ্কিম পুরস্কার
সাহিত্য অকাদেমি পুরস্কার (২০২৩)
দাম্পত্যসঙ্গীবাণী দেবী (বি.১৯৮১)
সন্তানধ্রুব চক্রবর্তী (পুত্র)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

স্বপ্নময় উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন।

সাহিত্য সম্পাদনা

স্বপ্নময় মূলত ছোটগল্পকার হিসেবে বাংলা সাহিত্য জগতে সুনাম অর্জন করেন। তবে বহু উপন্যাস, প্রবন্ধ ও কলাম লিখিয়ে হিসেবেও তার খ্যাতি আছে। ১৯৭২ সালে তার প্রথম গল্প ছাপা হয় ‘অমৃত’ পত্রিকায়।[১] তার রচিত হলদে গোলাপ বইটি ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়। এই উপন্যাসটি আসলে সমকামী, তৃতীয় লিংগের মানুষদের নিয়ে গবেষণামূলক উপন্যাস।[২] ২০০৫ সালে অবন্তীনগর উপন্যাসের জন্যে বঙ্কিম পুরস্কার পান স্বপ্নময়। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার ইত্যাদিতে সম্মানিত হয়েছেন তিনি।[৩]

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হেডমাস্টার শ্বশুর বললেন, পড়া গেল না"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 
  2. "হলুদ গোলাপ ফুলে স্বপ্নময় আনন্দ-সুঘ্রাণ"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 
  3. "পাঠকের মুখোমুখি হবেন স্বপ্নময় চক্রবর্তী"। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 
  4. "'অবিশ্বাস্য', সাহিত্য অকাদেমি পেয়ে প্রথম এই সময় ডিজিটালে প্রতিক্রিয়া স্বপ্নময় চক্রবর্তীর"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২২ 
  5. "বাংলা সাহিত্যে 'স্বপ্নময়' দিন, সাহিত্য অ্যাকাডেমি সম্মান বর্ষীয়ান সাহিত্যিকের"Hindustantimes Bangla। ২০২৩-১২-২০। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২২