স্পোর্টস ক্লাব এলভার্সবার্গ

স্পোর্টভেরাইনিগুং ০৭ এলভার্সবার্গ (জার্মান: SV Elversberg; সাধারণত এসভি এলভার্সবার্গ এবং সংক্ষেপে এলভার্সবার্গ নামে পরিচিত) হচ্ছে স্পিসেন-এলভার্সবার্গ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ২. বুন্দেসলিগায় প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ভাল্ডস্টাডিওন আন ডার কাইসারলিন্ডেতে ক্লাবটি তাদের সকল ঘরোয়া ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জার্মান সাবেক ফুটবল খেলোয়াড় হর্স্ট স্টেফেন[] বর্তমানে জার্মান রক্ষণভাগের খেলোয়াড় কেভিন কনরাড এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[][] এলভার্সবার্গ হচ্ছে ৩. লিগার বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০২২–২৩ মৌসুমে ক্লাবের ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এলভার্সবার্গ
পূর্ণ নামস্পোর্টভেরাইনিগুং ০৭ এলভার্সবার্গ
প্রতিষ্ঠিত১৯০৭; ১১৭ বছর আগে (1907)
মাঠভাল্ডস্টাডিওন আন ডার কাইসারলিন্ডে
ধারণক্ষমতা১০,০০০[]
ম্যানেজারজার্মানি হর্স্ট স্টেফেন
লিগ২. বুন্দেসলিগা
২০২২–২৩১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এলভার্সবার্গ এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে। সাশা লস, লুকাস কোলার, মানুয়েল ফাইল, কেভিন কফি এবং ইসরায়েল সুয়েরোর মতো খেলোয়াড়গণ এলভার্সবার্গের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা