স্পাইরাল আইল্যান্ড

স্পাইরাল আইল্যান্ড একটি ভাসমান দ্বীপ- এর নাম যা ব্রিটিশ শিল্পী রিচার্ট "রেইশি" সোওয়া মেক্সিকোতে তৈরি করেন। এটি হারিকেন এমিলির ফলে ২০০৫ সালে ধ্বংস হয়ে যায়: পরবর্তীতে ২০০৮ সালে পর্যটনের জন্য বিকল্প জয়ক্সি দ্বীপ তৈরি করা হয়।

Spiral Island I in early March 2000

স্পাইরাল আইল্যান্ড এর সম্পের্কে নানা তথ্যচিত্র সারা পৃথিবীতে বহু টিভি চ্যানেল ও পত্রিকায় প্রকাশ করা হয়েছে। জাপান আর দক্ষিণ কোরিয়ায় যথাক্রমে "রিপ্লি'স বিলিভ ইট ওর নট" টিভি সিরিজ এবং এমটিভি প্রোগ্রামে "এক্সট্রিম ক্রিবস" নামে ২০১১ সালে একটি অনুষ্ঠানে প্রচারিত হয়েছে।[১]

স্পাইরাল আইল্যান্ড সম্পাদনা

প্রথম স্পাইরাল আইল্যান্ডটি মেক্সিকো- এর কেনকান এর দক্ষিণে কোরিয়ান সৈকতের একটি উপহ্রদের কাছে পিউটো এভেন্টারাসে অবস্থিত ছিল; রিচার্ট সোওয়া এটি ১৯৯৮ সালে তৈরি শুরু করেন। তিনি প্লাইউড ও বাশেঁর অবকাঠামো তৈরির জন্য জালের মধ্যে খালি পরিত্যাগকৃত প্লাস্টিক এর বোতল পূর্ণ করেন,এর উপর বালি ফেলেন এবং ম্যানগ্রোভসহ অনেক গাছ রোপন করেন। আইল্যান্ডে একটি দোতালা বাড়ি, একটি সৌরচুল্লি, একটি স্বপচনশীল টয়লেট,এবং তিনটি সৈকত। অবকাঠামোটির জন্য তিনি ৬৬-বাই-৫৪-ফুট (২০ মি × ১৬ মি) প্রায় ২৫০০০ টি বোতল ব্যবহার করেন।

২০০৪ সালে সোওয়াকে মানব তৈরি ক্যানেল থেকে আইল্যান্ডটিকে দূরে সরিয়ে নিতে বলা হয় কারণ অনেক ব্যক্তিগত বাড়ি এবং কনডস তৈরি হচ্ছিল এবং শেষ পর্যন্ত তিনি এটিকে একটি নড়বড়ে পাথরের সাথে এক বছরের জন্য বেধেঁ রাখেন। সোওয়াকে সোলিমান সাগরের ২০০ কিমি (১২৪ এমআই) দক্ষিণে একটি নতুন জায়গার প্রস্তাবও দেওয়া হয়। অবশেষে বন্দর কর্তৃপক্ষ তাকে স্পাইরাল আইল্যান্ডকে বন্দরের সাথে বাধাঁর অনুমতি দেয়, কিন্তু আইল্যান্ডটি ২০০৫ সালের হারিকেন এমিলিতে ধ্বংস হয়ে যায়।[২]

জয়ক্সি আইল্যান্ড সম্পাদনা

পরবর্তীতে ২০০৭ ও ২০০৮ সালে,সোওয়া স্পাইরাল আইল্যান্ড এর পরিবর্তে “নারীদের দ্বীপ“ ইসলা মুজেরেস এর তীরে, কেনকানেরও কাছে এটি তৈরি করেন। এটি ২০০৮ সালের আগস্টে পর্যটনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।[৩]

নতুন দ্বীপটি প্রাথমিকভাবে ২০ মিটার (৬৬ ফুট) ব্যাসের এবং ১০০০০০ টি বোতল ধারনক্ষমতার ছিল। বড় হওয়া ম্যানগ্রোভ ও বিভিন্ন ধরনের গাছের কারণে এর ব্যাস বেড়ে ২৫ মিটার (৮২ ফুট) হয়। নতুন দ্বীপটিতে তিনটি তীর, একটি বাড়ি, দুটি পুকুর, একটি স্রোতশক্তিচালিত ওয়াশিং মেশিন, সৌর প্যানেল , একটি সৌরশক্তি চালিত জলপ্রপাত ও নদী রয়েছে। দ্বীপটিতে এখনও উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছে, সোওয়া নিজেও ক্রমাগত উন্নয়ন করে চলেছেন।

২০১১ সালের মে মাসে রেইশি তার দ্বীপটি ইসলা মুজেরেস থেকে বের করার জন্য একটি প্রকল্প শুরু করেন, কারণ এটির বর্তমান স্থান লাগুনা মাজাক্স পয়ারের জন্য আইল্যান্ডটি খুব বড় ছিল। মেক্সিকান সরকার জয়ক্সি আইল্যান্ডকে “ইকো বোট“ হিসেবে পরিচিতি দেয়, ফলে এটিকে নৌকা চালনার সাধারণ নীতিমালা মেনে চলতে হবে,যার মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র, জীবনরক্ষাকারী ভাসমান রিং, জরুরি সামগ্রী কেনা অন্তর্ভুক্ত । প্রকল্পটি কিকস্টার্টার ডটকমে ১৮,000 ডলারের একটি লক্ষ্য নিয়ে চালু হয় যা অর্জনে এটি ব্যর্থ হয়েছিল। রেইশি পরবর্তী সময়ে আরও রক্ষণশীল হয়ে ৯,000 ডলারের লক্ষ্য নিয়ে প্রকল্পটি সফলভাবে পুনরায় চালু করেছিলেন।[১]

জয়ক্সি দ্বীপটি এক পর্যায়ে পর্যটনের জন্য উন্মুক্ত করা হয়। তবে এটি আর উপহ্রদে নেই এবং ২০১৬ সালে এটি বন্ধ করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

Notes

  1. "Grand Launch of Recycled Plastic Bottle Eco Art Island by Scott Mader"। Kickstarter.com। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১৯ 
  2. Maria (২০১৯-০৬-০৯)। "A green island made of plastic bottles - The story of Richart Sowa"Greentravelife (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৬ 
  3. "Birthing of Floating Recycled Plastic Bottle Eco Art Island by Scott Mader — Kickstarter"। Kickstarter.com। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা