স্নারিং নদী

কানাডার নদী

স্নারিং নদী (ইংরেজি: Snaring River) কানাডিয় রকি পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত একটি মাঝারি দৈর্ঘ্যের নদী। নদীটির কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানের মধ্যে উৎপত্তি, প্রবাহ ও সমাপ্তি ঘটেছে। স্নারিং নদীর নাম 'ফার্স্ট ন্যাশন' রেড ইন্ডিয়ানদের একটি প্রাক্তন গোত্রের নামে নামকরণ করা হয়েছে, যারা খনন করে বসবাস এবং ফাঁদ(ইংরেজি: Snare) পেতে শিকার ধরে।নদীটির উৎপত্তি কর্নেল পাসে এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর অন্যতম বড় উপনদী।[১]

স্নারিং নদী
জেসপার জাতীয় উদ্যানে স্নারিং নদী
অবস্থান
দেশকানাডা
প্রদেশআলবার্টা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানকর্নেল গিরিপথ
 • স্থানাঙ্ক৫৩°০৪′৫৬″ উত্তর ১১৮°৪২′২৮″ পশ্চিম / ৫৩.০৮২২২° উত্তর ১১৮.৭০৭৭৮° পশ্চিম / 53.08222; -118.70778
 • উচ্চতা১,০৮৪ মিটার (৩,৫৫৬ ফুট)
মোহনা 
 • অবস্থান
আথাবাস্কা নদী
 • স্থানাঙ্ক
৫৩°০০′৫০″ উত্তর ১১৮°০৪′৩১″ পশ্চিম / ৫৩.০১৩৮৯° উত্তর ১১৮.০৭৫২৮° পশ্চিম / 53.01389; -118.07528
 • উচ্চতা
১,০৩৯ মিটার (৩,৪০৯ ফুট)

প্রবাহ সম্পাদনা

স্নারিং নদীর উৎপত্তি জেসপার জাতীয় উদ্যানের উত্তর-পশ্চিম অংশে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সীমানার নিকটে কর্নেল গিরিপথে। কর্নেল গিরিপথে ম্যাককর্ড পর্বত, বিউপর পর্বত, নাইট পর্বত, রাদারফোর্ড পর্বত ও স্নারিং পর্বত হতে আগত বরফ গলা পানি অথবা বারিপাত নদীটির প্রবাহের মূল উৎস। ছোট আয়তনের হার্ভে হ্রদের পানি, স্নারিং নদীতে মিশে। নদীটি পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে আথাবাস্কা নদীতে মিশেছে। নদীর মোহনায় উপর দিয়ে পশ্চিম কানাডার গুরুত্বপূর্ণ মহাসড়ক 'ইয়েলোহেড হাইওয়ে' অতিক্রম করেছে, এবং এখানে 'পার্ক কানাডা' কর্তৃপক্ষ একটি ক্যাম্পগ্রাউন্ড পরিচালনা করে।[২]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Karamitsanis, Aphrodite (1991). Place Names of Alberta, Volume 1. Calgary: University of Calgary Press, pg. 228
  2. Mussio Ventures. Central Alberta Backroad Mapbook. Burnaby: Backroad Mapbooks (2002)