স্থাপত্য অধিদপ্তর (বাংলাদেশ)
একটি সরকারি অধিদপ্তর ও সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিভাগ
(স্থাপত্য বিভাগ (বাংলাদেশ) থেকে পুনর্নির্দেশিত)
স্থাপত্য অধিদপ্তর একটি সরকারি অধিদপ্তর। এটি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিভাগ। এটি সদরদপ্তর রাজধানী ঢাকায় অবস্থিত।[১]
গঠিত | ১৯৫২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা , বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | স্থাপত্য অধিদপ্তর |
ইতিহাস
সম্পাদনাস্থাপত্য বিভাগ ১৯৫২ সালে “প্রধান স্থপতি ইমারত নির্মাণ আইন ১৯৫২” অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।[১] ২০১৩ সালে রানা প্লাজা ধ্বস ট্রাজিডির পর সরকার এই অধিদপ্তরকে নিরাপত্তা নিশ্চিতিকরণের দায়িত্ব দেয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন মন্ত্রণালয় ও তদ-অধীনস্থ দপ্তরাদির প্রকল্পসমূহের স্থাপত্য ও পরিকল্পনাগত ডিজাইন ও নক্শা প্রণয়নের দায়িত্ব স্থাপত্য অধিদপ্তরের উপর ন্যস্ত।
সংক্ষিপ্ত কার্য্য পরিধি:
- প্রাথমিক স্থাপত্য পরিসেবাদি, যার মধ্যে রয়েছে প্রকল্পস্থান নির্বাচন (site selection) এবং নির্মাণ প্রকল্পসমূহের পরিকল্পনা ও ডিজাইন এর পূর্বে প্রকল্পস্থান সমূহের প্রারম্ভিক সরেজমিনে পরিদর্শন ও আপাতঃ জরিপকাজ।
- প্রত্যাশী কর্তৃপক্ষের চাহিদা অনুসারে প্রকল্পের বিস্তারিত ভৌত চাহিদা নিরুপন এবং প্রয়োজনক্ষেত্রে সম্ভাব্য জমি নির্বাচনে সহায়তা প্রদান।
- প্রকল্পের মহাপরিকল্পনা, প্রাথমিক স্থাপত্য নক্শা, বিশদ স্থাপত্য নক্শা, নিসর্গ পরিকল্পনা নক্শা, প্রকৌশল-সহায়ক নকশা , ভবনের নির্মাণ কাঠামোর রুপরেখা এবং নির্মাণ উপকরণের (বিশেষ করে চূড়ান্ত আবরক) এর স্পেসেফিকেশন প্রণয়ন।
- অনুমোদিত নক্শা অনুযায়ী নির্মাণ সংঘটন ক্ষেত্রে প্রয়োজনীয় তদারকি এবং সমন্বয় সাধন।
- সরকারি দপ্তর ও আবাসনসমূহের জন্য space standards নির্ধারণ সংক্রান্ত সমীক্ষা ও প্রস্তাবাদি প্রণয়ন এবং বিভিন্ন নির্মাণ প্রকল্পের ভূমি-চাহিদা নিরুপন।
- মানব-বসতি ও ভূমি-ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান।
- বিভিন্ন সরকারী/আধাসরকারী সংস্থাকে তাদের নির্মাণ প্রকল্পাদির ভূমি-চাহিদা নিরুপণসহ সেগুলির পরিকল্পনা প্রণয়ন ও ডিজাইন সহায়তা দান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Directorate Introduction"। architecture.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, স্থাপত্য অধিদপ্তর