স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান

স্ত্রীরোগ-সম্বন্ধীয় শল্যচিকিৎসা বা গাইনোকোলজি (ইংরেজি: Gynaecology) বলতে বোঝায় শল্যচিকিৎসার সেই শাখা যাতে স্ত্রী জননতন্ত্রের রোগাদির চিকিৎসা করা হয়। অধিকাংশ স্ত্রীরোগ-সম্বন্ধীয় শল্যচিকিৎসক প্রসূতিবিদ্যাও করে থাকেন তাই এই বিষয়টিকে প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ-সম্বন্ধীয় শল্যচিকিৎসা (Obstetrics and gynaecology) বলা হয়ে থাকে।

1822