স্তনের খাঁজ হচ্ছে নারীদের স্তনের উপরিঅংশ যেটা সাধারণত বক্ষবন্ধনীতে বের হয়ে থাকে।[১] বিশ্বের বহু দেশে অন্তর্বাস ছাড়াও প্রকাশ্য বহু পোশাক রয়েছে যেগুলোতে স্তনের খাঁজ বেরিয়ে থাকে। স্তনের খাঁজ সমাজ-সংস্কৃতি ভেদে প্রকাশ্যমান/অপ্রকাশ্যমান রাখা হয় অর্থাৎ বহির্বাস বা অন্তর্বাসে দেখানো হয়। পশ্চিমা রাষ্ট্রগুলোতে নারীদের স্তনের খাঁজ একটি প্রকাশ্য সৌন্দর্য হিসেবে বিবেচিত হয় এবং পশ্চিমা সংস্কৃতি নারীদের স্তনের উপরিঅংশ প্রদর্শনের প্রকাশ্যতাকে একেবারেই স্বাভাবিকভাবে দেখে, ওদের সমাজে স্তন কোনো ধরনের গোপন বা লজ্জার বিষয় হিসেবে বিবেচিত হয়না।[২] পশ্চিমা সমাজের আরেকটি বৈশিষ্ট্য হলো যে নারীদের স্তনকে তারা যৌনাঙ্গ হিসেবে বিবেচনা করেনা যেটা রক্ষণশীল দেশসমূহে বিবেচিত হয় কারণ রক্ষণশীল দেশসমূহে নারীশরীর একটি শক্তিশালী সামাজিক ট্যাবু হয়ে থাকে।[৩]

বক্ষবন্ধনী পরিহিত একজন নারীর স্তনের খাঁজ দেখা যাচ্ছে

তথ্যসূত্রসম্পাদনা

  1. Kenny, Erin; Nichols, Elizabeth Gackstetter. Beauty around the World: A Cultural Encyclopedia. Santa Barbara, CA: ABC-CLIO, 2017, p. 81, আইএসবিএন ৯৭৮-১-৬১০৬৯-৯৪৪-০.
  2. "Secondary Characteristics"hu-berlin.de। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. Salmansohn, Karen (অক্টোবর ২৯, ২০০৭)। "The Power of Cleavage"। The Huffington Post। 

গ্রন্থপঞ্জিসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা