স্তন

স্তন্যপায়ী প্রাণীদের শরীরে দুগ্ধ (স্তন্য) উৎপাদনকারী গ্রন্থি

স্তন হলো স্তন্যপায়ী প্রাণীদের শরীরে দুগ্ধ (স্তন্য) উৎপাদক গ্রন্থি। নারী এবং পুরুষ উভয়লিঙ্গেই স্তন থাকলেও একমাত্র স্ত্রী প্রাণীই দুগ্ধ উৎপাদনে সক্ষম। বয়ঃসন্ধিকালে অর্থাৎ যৌবনাগমনে স্ত্রী শরীরে স্তন বিকশিত হতে আরম্ভ করে এবং আকারে বৃদ্ধি পায় ও স্থুলতা লাভ করে। সাধারণত ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যেই স্তন পরিণতি সম্পূর্ণ হয়। পুংশরীরে স্তন থাকলেও তা অপরিণত অবস্থাতেই থাকে; যৌবনপ্রাপ্ত স্ত্রীশরীরে পুষ্ট স্তনের আভাস প্রকটভাবে ফুটে ওঠে। প্রকৃতপক্ষে স্তন স্বেদগ্রন্থিরই পরিবর্তিত রূপ। স্তন্যপায়ী প্রাণীর শরীরে স্বেদগ্রন্থি বিবর্তন লাভ করে স্তনে রূপান্তরিত হয়। মানবশরীরে দু'টি স্তন থাকে কিন্তু অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের বহুক্ষেত্রেই দুইয়ের অধিক স্তন পরিলক্ষিত হয়।

নারীর স্তনের অঙ্গসংস্থান, অ্যারিওলা এবং স্তনবৃন্ত

স্তনপরিণতি

সম্পাদনা
 
মেয়ে থেকে নারীর রূপান্তরন, স্তন এবং যোনির কেশের পর্যায়ক্রমিক বিকাশ

স্ত্রীশরীরে স্তন বিকশিত এবং পুষ্ট হয় মূলত ইস্ট্রোজেন নামক হরমোনের সহায়তায়।

স্তন্যদান

সম্পাদনা

স্তন ক্যান্সার

সম্পাদনা
স্তন ক্যান্সার
 
স্তন ক্যান্সারের চিত্রণ
বিশেষত্বক্যান্সারবিজ্ঞান
লক্ষণস্তনে একটি পিণ্ড, স্তনের আকৃতির পরিবর্তন, ত্বকের ছিদ্র, স্তনবৃন্ত থেকে তরল, একটি সদ্য উল্টানো স্তনবৃন্ত, স্তনের ত্বকে একটি লাল আঁশযুক্ত প্যাচ আসা[]
ঝুঁকির কারণনারী হওয়া, স্থূলতা, ব্যায়ামের অভাব, অ্যালকোহল, মেনোপজের সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আয়নাইজিং রেডিয়েশন, প্রথম ঋতুস্রাবের অল্প বয়সে, জীবনে দেরিতে বাচ্চা হওয়া বা একেবারেই না হওয়া, বেশি বয়স, পূর্বের স্তন ক্যান্সার, স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস, ক্লাইনফেল্টার সিন্ড্রোম[][][]
রোগনির্ণয়ের পদ্ধতিবায়োপসি[] ম্যামোগ্রাফি
চিকিৎসাঅস্ত্রোপচার, বিকিরণ চিকিৎসা, কেমোথেরাপি, হরমোনাল থেরাপি, টার্গেটেড থেরাপি[]
আরোগ্যসম্ভাবনাফাইভ ইয়ার সার্ভাইভ্যাল রেট ≈৮৫% (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য)[][]
সংঘটনের হার২.২ মিলিয় আক্রান্ত (বৈশ্বিক, ২০২০)[]
মৃতের সংখ্যা৬৮৫,০০০ (বৈশ্বিক, ২০২০)[]

স্তন ক্যান্সার হল ক্যান্সার যা স্তনের টিস্যু থেকে বিকাশ লাভ করে। স্তন ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে স্তনে একটি পিণ্ড, স্তনের আকৃতির পরিবর্তন, ত্বকের অনুজ্জ্বলতা, দুধ প্রত্যাখ্যান, স্তনবৃন্ত থেকে তরল আসা, একটি সদ্য উল্টানো স্তনবৃন্ত, বা ত্বকের লাল বা আঁশযুক্ত প্যাচ অন্তর্ভুক্ত থাকতে পারে। যাদের রোগের দূরবর্তী বিস্তার রয়েছে তাদের মধ্যে হাড়ের ব্যথা, লিম্ফ নোড ফুলে যাওয়া, শ্বাসকষ্ট বা চামড়া হলুদ হতে পারে।

স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে স্থূলতা, শারীরিক ব্যায়ামের অভাব, মদ্যপান, মেনোপজের সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আয়নাইজিং রেডিয়েশন, প্রথম মাসিকের অল্প বয়স, জীবনে দেরিতে সন্তান হওয়া বা একেবারেই না হওয়া, বয়স্ক বয়স, পূর্ব ইতিহাস থাকা। স্তন ক্যান্সার, এবং স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস। প্রায় ৫-১০% ক্ষেত্রে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জিনগত প্রবণতা, অন্যান্যদের মধ্যে বিআরসিএ মিউটেশন সহ। স্তন ক্যান্সার সাধারণত দুধের নালীগুলির আস্তরণের কোষে এবং এই নালীগুলিকে দুধ সরবরাহ করে এমন লোবিউলগুলির মধ্যে বিকাশ লাভ করে। নালী থেকে বিকশিত ক্যান্সারগুলি ডাক্টাল কার্সিনোমাস নামে পরিচিত, যখন লোবিউল থেকে বিকাশকারী ক্যান্সারগুলি লোবুলার কার্সিনোমাস নামে পরিচিত। স্তন ক্যান্সারের ১৮টিরও বেশি অন্যান্য উপ-প্রকার রয়েছে। কিছু, যেমন ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, প্রাক-আক্রমণকারী ক্ষত থেকে বিকাশ লাভ করে। সংশ্লিষ্ট টিস্যুর বায়োপসি করে স্তন ক্যান্সারের নির্ণয় নিশ্চিত করা হয়। একবার নির্ণয় করা হলে, ক্যান্সার স্তনের বাইরে ছড়িয়ে পড়েছে কিনা এবং কোন চিকিৎসাগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা নির্ধারণ করার জন্য আরও পরীক্ষা করা হয়।

স্তন ক্যান্সার স্ক্রীনিং এর সুবিধা বনাম ক্ষতির ভারসাম্য বিতর্কিত। ২০১৩ সালের একটি পর্যালোচনায় দেখা গেছে যে ম্যামোগ্রাফিক স্ক্রীনিং ভালোর চেয়ে বেশি ক্ষতি করে কিনা তা অস্পষ্ট ছিল, যে মহিলারা ইতিবাচক পরীক্ষা করে তাদের একটি বড় অনুপাত এই রোগে আক্রান্ত নয়। ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্সের ২০০৯ সালের একটি পর্যালোচনায় ৪০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে উপকারের প্রমাণ পাওয়া গেছে, এবং সংস্থাটি ৫০ থেকে ৭৪ বছর বয়সী মহিলাদের প্রতি দুই বছর পর পর স্ক্রিনিং করার সুপারিশ করে। ট্যামোক্সিফেন বা রালোক্সিফেন ওষুধগুলি স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে যারা এটি বিকাশের উচ্চ ঝুঁকিতে রয়েছে। উভয় স্তন অস্ত্রোপচার অপসারণ কিছু উচ্চ ঝুঁকি মহিলাদের জন্য আরেকটি প্রতিরোধমূলক ব্যবস্থা। যাদের ক্যান্সার ধরা পড়েছে তাদের ক্ষেত্রে সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, হরমোনাল থেরাপি এবং টার্গেটেড থেরাপি সহ বেশ কিছু চিকিৎসা ব্যবহার করা যেতে পারে। অস্ত্রোপচারের ধরন স্তন-সংরক্ষণ সার্জারি থেকে মাস্টেক্টমি পর্যন্ত পরিবর্তিত হয়। স্তন পুনর্গঠন অস্ত্রোপচারের সময় বা পরবর্তী তারিখে সঞ্চালিত হতে পারে। যাদের মধ্যে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে চিকিত্সাগুলি বেশিরভাগ জীবন এবং আরামের মান উন্নত করার লক্ষ্যে থাকে।

যৌন বৈশিষ্ট্য

সম্পাদনা

মানব যৌনতার ক্ষেত্রে স্তনের ভূমিকা রয়েছে। স্তন, বিশেষত স্তনের বোঁটায় বহুসংখ্যক স্নায়ুকোষ বিদ্যমান, এজন্য এগুলো অত্যন্ত সংবেদনশীল। যৌনক্রিয়ার সময়ে কিংবা তার আগে হাত দ্বারা স্তন মর্দন বা স্তনে চুম্বন বা স্তন চোষণ করা একটি অতি সাধারণ ঘটনা। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় মানব নারীদেহের স্তনসমূহ তুলনামূলকভাবে অনেকটাই বড়ো হয়[]

বহু মানুষ নারীদেহের স্তনকে আনন্দদায়ক বা যৌন উত্তেজনাকর বলে মনে করে। প্রাচীন ভারতে নখ দ্বারা স্তন হালকা ভাবে খোঁচানো, মুখ দ্বারা স্তনযুগল চোষণ করা হতো এবং দাঁত দ্বারা আলতো করে স্তন কামড়ানোকে যৌনতার অঙ্গ হিসেবে বিবেচনা করা হতো[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Breast Cancer Treatment (PDQ®)"NCI। ২৩ মে ২০১৪। ৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪ 
  2. World Cancer Report 2014। World Health Organization। ২০১৪। পৃষ্ঠা Chapter 5.2। আইএসবিএন 978-92-832-0429-9 
  3. "Klinefelter Syndrome"Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development। ২৪ মে ২০০৭। ২৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "SEER Stat Fact Sheets: Breast Cancer"NCI। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  5. "Cancer Survival in England: Patients Diagnosed 2007–2011 and Followed up to 2012" (পিডিএফ)Office for National Statistics। ২৯ অক্টোবর ২০১৩। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪ 
  6. Sung H, Ferlay J, Siegel RL, Laversanne M, Soerjomataram I, Jemal A, Bray F (মে ২০২১)। "Global Cancer Statistics 2020: GLOBOCAN Estimates of Incidence and Mortality Worldwide for 36 Cancers in 185 Countries"। CA: A Cancer Journal for Clinicians71 (3): 209–249। এসটুসিআইডি 231804598 Check |s2cid= value (সাহায্য)ডিওআই:10.3322/caac.21660 পিএমআইডি 33538338 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  7. Anders Pape Møller; ও অন্যান্য (১৯৯৫)। "Breast asymmetry, sexual selection, and human reproductive success"। Ethology and Sociobiology16 (3): 207–219। ডিওআই:10.1016/0162-3095(95)00002-3 
  8. "Sir Richard Burton's English translation of Kama Sutra"। Sacred-texts.com। ২৬ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা