স্ট্র্যান্ড রোড, বরিশাল

স্ট্র্যান্ড রোড বা বান্দ রোড , বাংলাদেশের বরিশাল শহরের পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রধান সড়ক। ১৮০২ খ্রিষ্টাব্দে কীর্তনখোলা নদীর পশ্চিম পাড় ঘেঁষে গড়ে ওঠা সড়কটি স্টিমারঘাট থেকে সদর রোড ও সাগরদী-রূপাতলী এলাকাকে যুক্ত করেছে।[১]

ইতিহাস সম্পাদনা

১৮০১ খ্রিষ্টাব্দে বাকেরগঞ্জ জেলার সদরদপ্তর বরিশালে স্থানান্তরিত হয়। এসময় তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ও জজ জন উইন্টল বরিশাল শহরের পূর্বপ্রান্তে কীর্তনখোলা নদীর পশ্চিম তীর ঘেঁষে শহররক্ষা বাধ নির্মাণ করে সড়ক তৈরির উদ্যোগ নেন। নদীর পাড় ঘেঁষে তৈরি বলে সড়কটি স্ট্র্যান্ড রোড নামে পরিচিত হয়।[২] পরবর্তীতে ১৮১১ খ্রিষ্টাব্দে আরেক জেলা ম্যাজিস্টেট জন বেটি সড়কটির সংস্কার করেন ও উইন্টলের সময়ে নির্মিত ভাটার খালের উপর দিয়ে সংযুক্ত পুল পূনঃনির্মান করে একটি মার্বেল পাথর বসিয়ে দেন। পাথরে ইংরেজি, বাংলা ও ফরাসী ভাষায় লেখা হয়, ১৮১১ খ্রিষ্টাব্দে পুল পুনঃনির্মাণ করা হয়েছে। বেটির নামানুসারে কীর্তনখোলা নদী হতে শহরের মধ্যে প্রবাহিত খালটি বাটার খাল এবং পুলটিকে বেটার পুল বলা হয় থাকে।[৩] পূর্বে জমিদার ও তালুকদাররা তাদের কোষা নৌকা নদীতে না রেখে বাটার খালে রাখতেন। বর্তমানে, এটি ভাটার খাল নামে পরিচিত ও পুলটির অস্তিস্ত্ব নেই। পরবর্তী সময়ে সড়কটির নামও বাংলায়িত করে বান্দ রোড করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলায় ভ্রমণ -প্রথম খণ্ড"bn.wikisource.org। ১৯৪০। পৃষ্ঠা ২৩৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬ 
  2. Jack, J. C. (১৯১৮)। Bakarganj District Gazetteers। পৃষ্ঠা ১২৮। 
  3. আহমেদ, সিরাজ উদ্দীন (২০১০)। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ঢাকা: ভাস্কর প্রকাশনী।