বস্ত্রমোচন

বসন খুলে ফেলা আদিরসাত্মক নৃত্য প্রদর্শনী
(স্ট্রিপটিজ থেকে পুনর্নির্দেশিত)

বস্ত্রমোচন হচ্ছে মানুষের মধ্যে যৌন উত্তেজনা জাগানোর জন্য এক প্রকারের আয়োজন যেটিতে একজন সুন্দরী নারী বা একজন সুদর্শন পুরুষ নাচতে নাচতে একে একে তার সব পোশাক-পরিচ্ছদ ধীরে ধীরে খোলা শুরু করে এবং এক পর্যায়ে সম্পূর্ণ নগ্ন হয়ে যায়।[] ইংরেজিতে এটি স্ট্রিপটিজ নামে পরিচিত। এধরণের কাজে নিয়োজিত নারী বা পুরুষকে বস্ত্রমোচক বা বস্ত্রমোচিনী (স্ট্রিপার বা একজটিক ড্যান্সার) বলা হয়।

একটি বস্ত্রমোচন অনুষ্ঠান

এই ধরনের অনুষ্ঠান বা আয়োজন সাধারণত কোনও বিলাস-বহুল পাঁচ তারকা হোটেলে বা বস্ত্রমোচনঘরে (স্ট্রিপক্লাব) করা হয়।[]

বস্ত্রমোচনের মূল উদ্দেশ্য মানুষের শরীর দেখিয়ে অন্য মানুষকে যৌন উত্তেজনা দেওয়া, যৌনমিলন করতে দেওয়া নয়।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Richard Wortley (1976) A Pictorial History of Striptease: 11.
  2. Richard Wortley (1976) A Pictorial History of Striptease.
  3. "Fathers I Have Known – H.L. Mencken, H. Allen Smith" (PDF) 
  4. Mencken, Henry Louis (১৯২৩)। The American language: an inquiry into the development of English in the United States (3 সংস্করণ)। A. A. Knopf। 
  5. "Gypsy and the Ecdysiasts;- Steve King"। ১০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭